Medicinal Plant: অযত্নে বেড়ে ওঠা এই গাছই মহৌষধি! সারিয়ে তোলে এক নয় একাধিক রোগ, চিনে নিন মুক্তঝুরি গাছ

Last Updated:
Howrah News: গ্রাম বাংলায় অযত্নে বেড়ে ওঠা এই গাছে রয়েছে বহু উপকারী গুণ, শিশু থেকে বৃদ্ধ সকলের নানা উপকারে লাগে এই গাছ।
1/6
অযত্নে বেড়ে ওঠা মুক্তঝুরি গাছেই রয়েছে অসম্ভব ঔষধি গুণ। বাড়ির আনাচে-কানাচে রাস্তার ধার বা পতিত জমিতে অযত্নে বেড়ে ওঠে। এই গাছের পাতার পাশ থেকে কান্ড থেকে ঝুড়ি বের হয়।
অযত্নে বেড়ে ওঠা মুক্তঝুরি গাছেই রয়েছে অসম্ভব ঔষধি গুণ। বাড়ির আনাচে-কানাচে রাস্তার ধার বা পতিত জমিতে অযত্নে বেড়ে ওঠে। এই গাছের পাতার পাশ থেকে কান্ড থেকে ঝুড়ি বের হয়।
advertisement
2/6
এই গাছের উপকারী গুণ রয়েছে বহু। শিশুর শক্ত মলের সমস্যার ক্ষেত্রে দারুন কার্যকরী। দুই থেকে তিন বছরের শিশুর কষা পটির সমস্যা সমাধানে দারুন কার্যকর। এই গাছের সামান্য মূল বেটে খেলেই উপকার পাওয়া যেতে পারে।
এই গাছের উপকারী গুণ রয়েছে বহু। শিশুর শক্ত মলের সমস্যার ক্ষেত্রে দারুন কার্যকরী। দুই থেকে তিন বছরের শিশুর কষা পটির সমস্যা সমাধানে দারুন কার্যকর। এই গাছের সামান্য মূল বেটে খেলেই উপকার পাওয়া যেতে পারে।
advertisement
3/6
কৃমি দূর করতেও দারুন কার্যকরী এই মুক্তঝুরি গাছের পাতা। ২০-২৫ ফোঁটা পাতার রস গরম করে সামান্য জলের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যেতে পারে।
কৃমি দূর করতেও দারুন কার্যকরী এই মুক্তঝুরি গাছের পাতা। ২০-২৫ ফোঁটা পাতার রস গরম করে সামান্য জলের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যেতে পারে।
advertisement
4/6
সর্দি ও বুকে জমা কফ তুলতে মুক্তঝুরি গাছের জুড়ি নেই। শুকনো গাছের সবুজ অংশ বা পাতা দু গ্রাম নিয়ে সামান্য জলের সঙ্গে ফুঁটিয়ে ছেঁকে খেতে পারলে উপকার পাওয়া যেতে পারে।
সর্দি ও বুকে জমা কফ তুলতে মুক্তঝুরি গাছের জুড়ি নেই। শুকনো গাছের সবুজ অংশ বা পাতা দু গ্রাম নিয়ে সামান্য জলের সঙ্গে ফুঁটিয়ে ছেঁকে খেতে পারলে উপকার পাওয়া যেতে পারে।
advertisement
5/6
এছাড়াও টিউবারকুলোসিস বা টিবি রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গাছ।
এছাড়াও টিউবারকুলোসিস বা টিবি রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই গাছ।
advertisement
6/6
এ প্রসঙ্গে ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, গ্রাম বাংলায় অযত্নে বেড়ে ওঠা মুক্তঝুরি গাছে রয়েছে বহু উপকারী গুণ। বুকে জমা কফ দূর করে, শিশুর কষা পটির সমস্যা দূর করে। এছাড়াও টিউবারকুলোসিস বা টিবি রোগ সারাতে দারুন কার্যকরী ভূমিকা রাখে এই গাছ।
এ প্রসঙ্গে ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, গ্রাম বাংলায় অযত্নে বেড়ে ওঠা মুক্তঝুরি গাছে রয়েছে বহু উপকারী গুণ। বুকে জমা কফ দূর করে, শিশুর কষা পটির সমস্যা দূর করে। এছাড়াও টিউবারকুলোসিস বা টিবি রোগ সারাতে দারুন কার্যকরী ভূমিকা রাখে এই গাছ।
advertisement
advertisement
advertisement