Durga Puja Travel: মাত্র ৩০ টাকায় দারুণ ট্যুর! প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ঠিকানা প্রকৃতি ভবন, দুর্গাপুজোর ছুটিতে বোলপুরে গেলে এই জায়গা মিস করবেন না

Last Updated:
Durga Puja Travel: বোলপুরের শান্তিনিকেতনে অবস্থিত প্রকৃতি ভবন একটি অনন্য প্রকৃতি জাদুঘর। এখানে মাত্র ৩০ টাকার বিনিময়ে আপনি প্রকৃতির নানান জিনিসের সংগ্রহ দেখতে পাবেন।
1/5
বীরভূম,সৌভিক রায়: আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আর সেই সময় বীরভূমের বোলপুর ভ্রমণে আসবেন বলে ভাবছেন! তবে বোলপুর অনেকবার এসেছেন তবে কোনও দিন ঘুরে এসেছেন প্রকৃতি ভবন। আসলে প্রকৃতি ভবন নাম এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। এখানে গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির নানান জিনিস। গাছ পালাতো বটেই তার সাথে দেখতে পাবেন আরও নানান জিনিস। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো।আর সেই সময় বীরভূমের বোলপুর ভ্রমণে আসবেন বলে ভাবছেন! তবে বোলপুর অনেকবার এসেছেন তবে কোনও দিন ঘুরে এসেছেন প্রকৃতি ভবন। আসলে প্রকৃতি ভবন নাম এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। এখানে গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির নানান জিনিস। গাছ পালাতো বটেই তার সাথে দেখতে পাবেন আরও নানান জিনিস।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তবে এবার হয়তো ভাবছেন বোলপুরের কোথায় অবস্থিত এই ভবনটি! প্রকৃতি ভবন প্রকৃতি আর্ট মিউজিয়ামটি বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত। মনে করা হয় এটি সম্ভবত বিশ্বের খুব কম জাদুঘরগুলির মধ্যে একটি যা শুধুমাত্র প্রকৃতির মহিমা এবং অনুগ্রহের উপর ফোকাস করে এবং এটি অনুপ্রাণিত করেছে এমন অনেক শিল্পকর্ম।
তবে এবার হয়তো ভাবছেন বোলপুরের কোথায় অবস্থিত এই ভবনটি! প্রকৃতি ভবন প্রকৃতি আর্ট মিউজিয়ামটি বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত। মনে করা হয় এটি সম্ভবত বিশ্বের খুব কম জাদুঘরগুলির মধ্যে একটি যা শুধুমাত্র প্রকৃতির মহিমা এবং অনুগ্রহের উপর ফোকাস করে এবং এটি অনুপ্রাণিত করেছে এমন অনেক শিল্পকর্ম।
advertisement
3/5
তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে ঠিক কোন সময় গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির সৌন্দর্যের এই সমস্ত সম্ভার! আর কত টাকা খরচ করতে হবে আপনাকে!আপনি প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত খোলা পাবেন এটি।
তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে ঠিক কোন সময় গেলে আপনি দেখতে পাবেন প্রকৃতির সৌন্দর্যের এই সমস্ত সম্ভার! আর কত টাকা খরচ করতে হবে আপনাকে!আপনি প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত খোলা পাবেন এটি।
advertisement
4/5
আর প্রকৃতি ভবনের সৌন্দর্য অনুভব করতে এর ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৩০ টাকা। যদি আপনি ছবি তুলতে চান তাহলে ২০ টাকা অতিরিক্ত পেমেন্ট দিতে হবে আর এই ২০ টাকার বিনিময়ে আপনি যত খুশি ভিডিও ও ছবি তুলতে পারবেন। আর অন্যদিকে ছয় বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
আর প্রকৃতি ভবনের সৌন্দর্য অনুভব করতে এর ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৩০ টাকা। যদি আপনি ছবি তুলতে চান তাহলে ২০ টাকা অতিরিক্ত পেমেন্ট দিতে হবে আর এই ২০ টাকার বিনিময়ে আপনি যত খুশি ভিডিও ও ছবি তুলতে পারবেন। আর অন্যদিকে ছয় বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
advertisement
5/5
পুরো প্রকৃতি ভবন একবার ঘুরে দেখার পর প্রকৃতি ভবনের একদম শেষে মিউজিয়ামের ক্যান্টিনে আপনার পছন্দের এক কাপ চা এবং স্ন্যাকস খেয়ে ফেলতে পারেন। আর তারপর আপনি গ্রামীণ হস্তশিল্পের পণ্যগুলির জন্য বিখ্যাত কাছের অমর কুটিরে ঘুরে দেখা বেছে নিতে পারেন। এই প্রকৃতি ভবন হতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন এটার বলার অপেক্ষা রাখে না। তাই চটজলদি ঘুরে আসুন এখন থেকে।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
পুরো প্রকৃতি ভবন একবার ঘুরে দেখার পর প্রকৃতি ভবনের একদম শেষে মিউজিয়ামের ক্যান্টিনে আপনার পছন্দের এক কাপ চা এবং স্ন্যাকস খেয়ে ফেলতে পারেন। আর তারপর আপনি গ্রামীণ হস্তশিল্পের পণ্যগুলির জন্য বিখ্যাত কাছের অমর কুটিরে ঘুরে দেখা বেছে নিতে পারেন। এই প্রকৃতি ভবন হতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন এটার বলার অপেক্ষা রাখে না। তাই চটজলদি ঘুরে আসুন এখন থেকে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement