Weekend Trip: ডুয়ার্সের এই সৌন্দর্য দেখেননি নিশ্চিত! পুজোয় গন্তব্য হোক এই গ্রাম! সারাজীবন মনে থেকে যাবে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Durga Puja Travel: সামনেই পুজোর ছুটি। কম বাজেটে মন মাতানো অফবিট ডেস্টিনেশন হতে পারে রঙ্গো। চারপাশে পাহাড় বেষ্টিত সবুজ গাছগাছালি, ফুরফুরে হাওয়া, হোমস্টের জানালা দিয়ে মেঘের স্পর্শ। প্রিয়জনের সঙ্গে নিদারুণ সময় কাটানোর সেরা গন্তব্য।
advertisement
advertisement
advertisement
*পাহাড়ি এই সব ভিউ পয়েন্টের বেশিরভাগ জায়গায় রয়েছে বিশাল বড়ো সিঙ্কোনা প্ল্যানটেশন। অসংখ্য সিঙ্কোনা নার্সারিও আছে। পায়ে হেঁটে গ্রাম ঘুরতে দারুণ লাগবে। পাহাড়ি সংস্কৃতি থেকে শুরু করে সেখানকার বাসিন্দাদের সংগ্রাম করে বেঁচে থাকার মূলমন্ত্র, অর্গানিক ফার্মিং, খাওয়া দাওয়া সব কিছু কাছ থেকে দেখে জীবনের পথে এগিয়ে চলার মন্ত্রে উজ্জীবিত হবেন।
advertisement
advertisement
*কীভাবে যাবেন ভাবছেন? নিউ মাল জংশন থেকে মাত্র ৪০ কিমি দূরে এই ভিউ পয়েন্ট। আর নিউ জলপাইগুড়ি দিয়ে এলে কালিম্পং এর গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসা যাবে এই গন্তব্যে। অন্যভাবে, মালবাজার থেকে শেয়ারে চালসা ভাড়া ২০ টাকা। অথবা রিজার্ভ করে গেলে ছোটো গাড়ি ভাড়া মোটামুটি ২০০০-২৫০০ টাকা। পাহাড়, জঙ্গল, নদী আর মেঘ-বৃষ্টি নিয়ে দারুণ একটা জায়গা।
advertisement








