Piles Remedy: মলত্যাগের সময় রক্ত, যন্ত্রণা? নাছোড়বান্দা পাইলস থেকে চিরতরে মুক্তি পেতে কী কী খাবেন? জানাচ্ছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ৭৫ শতাংশ জনগণ পাইলস-এ আক্রান্ত
কমবেশি সবাই ঝাল-ঝোল, তেল গড়গড়ে, মশলাদার খাবার খেতে পছন্দ করি, এটা জেনেও যে এইসব খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক! দিনের পর দিন এই জাতীয় খাবার খেলে যে-যে অসুখ বাসা বাঁধে শরীরে তাদের মধ্যে অন্যতম হল পাইলস বা অর্শ। আগে এই রোগ কম হত কিন্তু ইদানীং ঘরে ঘরে পাইলস-এর রোগী। বিশেষ করে তরুণ প্রজন্মর মধ্যে এই রোগের প্রকোপ বেশি। সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ৭৫ শতাংশ জনগণ পাইলস-এ আক্রান্ত।
advertisement
পাইলস-এর প্রধান উপসর্গ হল মলত্যাগের সঙ্গে বা পরে কাঁচা রক্তপাত। সমস্যা বাড়লে মলত্যাগের সময়ে মারাত্মক যন্ত্রণাও হয়। গবেষণায় দেখা গিয়েছে, পাইলস-কে সায়েস্তা করার একমাত্র উপায় হল খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ করা। সঠিক খাবার পাইলস-এর সমস্যা আনেকটাই কমিয়ে দেয়। জেনে নিন পাইলস থেকে বাঁচতে রোজের খাবারের তালিকায় কী কী খাবার রাখবেন, কোন খাবার ভুলেও ছোঁবেন না--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement