বাগানে স্কেয়ারক্রো: এটা অনেকটা কাকতাড়ুয়া-র মতো। বাড়ির ছাদে বা বাগানে রাখতে হবে স্কেয়ারক্রো। বাজারে বিভিন্ন ধরনের স্কেয়ারক্রো পাওয়া যায়। সবচেয়ে ভাল বাজপাখির সিলুয়েট। তবে যে ধরনের স্কেয়ারক্রো-ই রাখা হোক না কেন, মাঝে মধ্যে জায়গা বদলে দিতে হবে। পায়রা যদি বুঝতে পারে, এর থেকে ভয় পাওয়ার কিছু নেই, তাহলেই আবার ফিরে আসবে।