ছাদ-বারান্দা-বাগান নোংরা করছে পায়রা? পরিত্রাণ পেতে মেনে চলুন এই সহজ টিপস

Last Updated:
বাড়ির ছাদ, বারান্দায় পায়রা যদি এমন ‘কীর্তি’ করে যায়, তাহলে বাঁচার উপায় কী? এর থেকে রক্ষা পাওয়ার কিছু টিপস দেওয়া হল।
1/7
বলা হয় ‘সুখের পায়রা’। যে ঘরে সুখ, শান্তি বিরাজমান, সে ঘরেই না কি পায়রা আসে। সে আসুক, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু আসার পর যে সর্বত্র মলমূত্র ত্যাগ করে তার কী হবে! সে এক ভয়ঙ্কর অবস্থা। সাদা-কালো ময়লায় ছাদ, বারান্দা ছয়লাপ। সে সব পরিষ্কার করতে করতে গৃহকর্তা নাজেহাল।
বলা হয় ‘সুখের পায়রা’। যে ঘরে সুখ, শান্তি বিরাজমান, সে ঘরেই না কি পায়রা আসে। সে আসুক, তাতে কোনও সমস্যা নেই। কিন্তু আসার পর যে সর্বত্র মলমূত্র ত্যাগ করে তার কী হবে! সে এক ভয়ঙ্কর অবস্থা। সাদা-কালো ময়লায় ছাদ, বারান্দা ছয়লাপ। সে সব পরিষ্কার করতে করতে গৃহকর্তা নাজেহাল।
advertisement
2/7
বাড়ির ছাদ, বারান্দায় পায়রা যদি এমন ‘কীর্তি’ করে যায়, তাহলে বাঁচার উপায় কী? এর থেকে রক্ষা পাওয়ার কিছু টিপস দেওয়া হল। পায়রা তাড়ানোর দরকার নেই। নিজেরাই পালাবে। কী সেই উপায়? দেখে নেওয়া যাক।
বাড়ির ছাদ, বারান্দায় পায়রা যদি এমন ‘কীর্তি’ করে যায়, তাহলে বাঁচার উপায় কী? এর থেকে রক্ষা পাওয়ার কিছু টিপস দেওয়া হল। পায়রা তাড়ানোর দরকার নেই। নিজেরাই পালাবে। কী সেই উপায়? দেখে নেওয়া যাক।
advertisement
3/7
বাগানে স্কেয়ারক্রো: এটা অনেকটা কাকতাড়ুয়া-র মতো। বাড়ির ছাদে বা বাগানে রাখতে হবে স্ক্যারক্রো। বাজারে বিভিন্ন ধরনের স্কেয়ারক্রো পাওয়া যায়। সবচেয়ে ভাল বাজপাখির সিলুয়েট। তবে যে ধরনের স্কেয়ারক্রো-ই রাখা হোক না কেন, মাঝে মধ্যে জায়গা বদলে দিতে হবে। পায়রা যদি বুঝতে পারে, এর থেকে ভয় পাওয়ার কিছু নেই, তাহলেই আবার ফিরে আসবে।
বাগানে স্কেয়ারক্রো: এটা অনেকটা কাকতাড়ুয়া-র মতো। বাড়ির ছাদে বা বাগানে রাখতে হবে স্ক্যারক্রো। বাজারে বিভিন্ন ধরনের স্কেয়ারক্রো পাওয়া যায়। সবচেয়ে ভাল বাজপাখির সিলুয়েট। তবে যে ধরনের স্কেয়ারক্রো-ই রাখা হোক না কেন, মাঝে মধ্যে জায়গা বদলে দিতে হবে। পায়রা যদি বুঝতে পারে, এর থেকে ভয় পাওয়ার কিছু নেই, তাহলেই আবার ফিরে আসবে।
advertisement
4/7
ভিনিগার ব্যবহার: পায়রার ঘ্রাণশক্তি মারাত্মক। কিন্তু ভিনিগার তাদের পছন্দ নয়। এটার সুবিধা নেওয়া যায়। ২ চামচ ভিনিগার, সামান্য বেকিং সোডা এবং জল মিশিয়ে ছাদ-বারান্দায় ছিটিয়ে দিলে পায়রা আসবে না। নোংরাও হবে না। দারচিনি, লঙ্কা বা গোল মরিচও ব্যবহার করা যায়। এই মশলাগুলোর গন্ধও পায়রাদের সহ্য হয় না।
ভিনিগার ব্যবহার: পায়রার ঘ্রাণশক্তি মারাত্মক। কিন্তু ভিনিগার তাদের পছন্দ নয়। এটার সুবিধা নেওয়া যায়। ২ চামচ ভিনিগার, সামান্য বেকিং সোডা এবং জল মিশিয়ে ছাদ-বারান্দায় ছিটিয়ে দিলে পায়রা আসবে না। নোংরাও হবে না। দারচিনি, লঙ্কা বা গোল মরিচও ব্যবহার করা যায়। এই মশলাগুলোর গন্ধও পায়রাদের সহ্য হয় না।
advertisement
5/7
আঠালো পদার্থেই উপশম: বারান্দায় অনেক পায়রা একসঙ্গে ‘হামলা’ চালালে আঠালো পদার্থ ব্যবহার করে মুক্তি পাওয়া যায়। এর জন্য বারান্দার রেলিং এবং মেঝেতে আঠা বা মধুর মতো কিছু আঠালো পদার্থ রাখতে হবে। এটা পায়রার আগমন বন্ধ করতে পারে।
আঠালো পদার্থেই উপশম: বারান্দায় অনেক পায়রা একসঙ্গে ‘হামলা’ চালালে আঠালো পদার্থ ব্যবহার করে মুক্তি পাওয়া যায়। এর জন্য বারান্দার রেলিং এবং মেঝেতে আঠা বা মধুর মতো কিছু আঠালো পদার্থ রাখতে হবে। এটা পায়রার আগমন বন্ধ করতে পারে।
advertisement
6/7
ঝকঝকে কিছু ঝুলিয়ে রাখতে হবে: পায়রার আগমন আটকাতে বারান্দায় ঝকমকে কিছু ঝুলিয়ে রাখতে হবে। সেটা পুরনো সিডি হতে পারে বা চকচকে অন্য কোনও জিনিস। পায়রা চকচকে জিনিস দেখলে বিরক্ত হয়। ভুলেও সেই ধার মাড়ায় না।
ঝকঝকে কিছু ঝুলিয়ে রাখতে হবে: পায়রার আগমন আটকাতে বারান্দায় ঝকমকে কিছু ঝুলিয়ে রাখতে হবে। সেটা পুরনো সিডি হতে পারে বা চকচকে অন্য কোনও জিনিস। পায়রা চকচকে জিনিস দেখলে বিরক্ত হয়। ভুলেও সেই ধার মাড়ায় না।
advertisement
7/7
জাল: পায়রা যাতে বারান্দায় আসতে না পারে তার জন্য জাল ব্যবহার করা যায়। এই জালে পুরো ব্যালকনি ঢেকে যাবে। বাজারে কিনতে পাওয়া যায়। এতে পায়রা বারান্দায় আসবে না, আর বারান্দাও নোংরা হবে না।
জাল: পায়রা যাতে বারান্দায় আসতে না পারে তার জন্য জাল ব্যবহার করা যায়। এই জালে পুরো ব্যালকনি ঢেকে যাবে। বাজারে কিনতে পাওয়া যায়। এতে পায়রা বারান্দায় আসবে না, আর বারান্দাও নোংরা হবে না।
advertisement
advertisement
advertisement