Healthy Lifestyle Tips: নারকেল খাওয়ার তো অনেক গুণ, কিন্তু নারকেল থেকে তৈরি অন্তর্বাসে আরাম দারুণ, পিরিয়ডসেও কামাল সুবিধা মহিলাদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Periods friendly dress: প্রাকৃতিক ফাইবারে তৈরি নারকেলের প্যান্টি ও ব্রা মহিলাদের বিভিন্ন সুবিধা দেয়৷ এমনকি পুরুষরাও সুবিধা পান এই অন্তর্বাসে৷
: ত্বকের যত্ন হোক বা স্বাস্থ্যকর খাবার, গৃহস্থালি বা বিয়ে, শ্রীফল অর্থাৎ নারকেল প্রতিটি কাজেই অন্তর্ভুক্ত। এই শুভ ফলটিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। নারকেল শুধুমাত্র খাবার হিসেবে বা পুজোর জন্য ব্যবহার করা হয় না। বর্তমানের ট্রেন্ডিং ফ্যাশনে ঢেউ তুলতে বাজার কাঁপাচ্ছে নারকেলের তৈরি অন্তর্বাস৷ মহিলার শুধু উর্ধ্বাঙ্গেই নয়, নিম্নাঙ্গের অন্তর্বাস হিসেবেও ব্যবহার করছেন নারকেল৷ ২ সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নারকেল বর্জ্য থেকে তৈরি পিরিয়ড প্যান্টিফ্যাশন দূষণ রোধে এখন পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নারকেল বর্জ্য থেকে পিরিয়ডস প্যান্টিও তৈরি করা হচ্ছে। নারকেল ফ্যাব্রিক থেকে তৈরি পিরিয়ড প্যান্টিগুলি ফুটো প্রতিরোধী, ত্বক বন্ধুত্বপূর্ণ এবং ব্যাকটেরিয়া মুক্ত। এগুলোও ধুয়ে আবার ব্যবহার করা হয়।
advertisement
advertisement
advertisement
বিশ্ব নারকেল দিবস কেন পালিত হয়?মানুষের মধ্যে নারকেল সম্পর্কে সচেতনতা বাড়াতে, এশিয়ান অ্যান্ড প্যাসিফিক কোকোনাট কমিউনিটি (এপিসিসি) ২ সেপ্টেম্বর ২০০৯ বিশ্ব নারকেল দিবস শুরু করে। এর চাষের সঙ্গে জড়িত কৃষকদের উপকার করার জন্য, এই দিনটি ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কেনিয়া এবং ভিয়েতনামে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়।