Period Myth Bunking: পিরিয়ডস চলাকালীন যৌন মিলন নিরাপদ? ভুল ধারণা ভাঙুন, জেনে নিন চিকিৎসকের পরামর্শ

Last Updated:
Period Myth Bunking: পিরিয়ডস চলাকালীন যৌন মিলন নিয়ে মনে হাজারটা প্রশ্ন? বিশেষত মহিলারা এই সময় যেহেতু বিশেষ শারীরিক যন্ত্রনার মধ্যে দিয়ে যান তাই...
1/12
পিরিয়ডস মানে এখনও সমাজের অনেকের কাছেই একটা ছুৎমার্গ ৷ এটা করা যাবে না, ওটা করা বারণ... নানা নিয়মের বেড়াজাল! মাসের এই পাঁচটা দিন যৌন মিলন উচিত কিনা, তা নিয়েও মনে উঁকি মারে হাজারটা প্রশ্ন!
পিরিয়ডস মানে এখনও সমাজের অনেকের কাছেই একটা ছুৎমার্গ ৷ এটা করা যাবে না, ওটা করা বারণ... নানা নিয়মের বেড়াজাল! মাসের এই পাঁচটা দিন যৌন মিলন উচিত কিনা, তা নিয়েও মনে উঁকি মারে হাজারটা প্রশ্ন!
advertisement
2/12
লজ্জাবশত অনেকেই প্রশ্নগুলি নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন না! মনে বাসা বাঁধে অনেক ভ্রান্ত ধারণা। পিরিয়ডস চলাকালীন কি যৌন মিলন নিরাপদ? বিশেষজ্ঞরা কী বলছেন ?
লজ্জাবশত অনেকেই প্রশ্নগুলি নিয়ে খোলাখুলি কথা বলতে পারেন না! মনে বাসা বাঁধে অনেক ভ্রান্ত ধারণা। পিরিয়ডস চলাকালীন কি যৌন মিলন নিরাপদ? বিশেষজ্ঞরা কী বলছেন ?
advertisement
3/12
পিরিয়ডসের প্রথম দু'দিন ইস্ট্রোজেন ও টেস্টোটেরন কম পরিমাণে নির্গত হয়, তিন নম্বর দিন থেকে পরিমাণ বৃদ্ধি পায়। এই সময়ে যৌন মিলনে দেহে হরমোন নিঃসরণের কারণে পেটে ব্যাথা বা অ্যাবডমিনাল ক্র্যাম্প অনেকটাই কমে।
পিরিয়ডসের প্রথম দু'দিন ইস্ট্রোজেন ও টেস্টোটেরন কম পরিমাণে নির্গত হয়, তিন নম্বর দিন থেকে পরিমাণ বৃদ্ধি পায়। এই সময়ে যৌন মিলনে দেহে হরমোন নিঃসরণের কারণে পেটে ব্যাথা বা অ্যাবডমিনাল ক্র্যাম্প অনেকটাই কমে।
advertisement
4/12
পিরিয়ডসের সময় মহিলাদের মুড সুইং বা মুড-এর নানারকম হেরফের হয় ! গা- গোলানো, মাথা ব্যথা বিশেষ করে পেটে ব্যথা করা খুব স্বাভাবিক লক্ষণ। অনেকেই মানসিক চাপ, অবসাদে ভোগেন। পেটে বা গা-হাত-পায়ে যন্ত্রণার কারণে মেজাজটাও তিরিখ্খি হয়ে থাকে। বিশেষজ্ঞদের দাবি, এই সময়ে যৌন মিলনে মন অনেকটাই ভাল হয়ে যায়।
পিরিয়ডসের সময় মহিলাদের মুড সুইং বা মুড-এর নানারকম হেরফের হয় ! গা- গোলানো, মাথা ব্যথা বিশেষ করে পেটে ব্যথা করা খুব স্বাভাবিক লক্ষণ। অনেকেই মানসিক চাপ, অবসাদে ভোগেন। পেটে বা গা-হাত-পায়ে যন্ত্রণার কারণে মেজাজটাও তিরিখ্খি হয়ে থাকে। বিশেষজ্ঞদের দাবি, এই সময়ে যৌন মিলনে মন অনেকটাই ভাল হয়ে যায়।
advertisement
5/12
পিরিয়ডস চলাকালীন সাধারণত মহিলাদের মিলনের আর্জ বৃদ্ধি পায়। এই সময়ে ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে ফলে মিলন সুগম হয় ৷
পিরিয়ডস চলাকালীন সাধারণত মহিলাদের মিলনের আর্জ বৃদ্ধি পায়। এই সময়ে ভ্যাজাইনা লুব্রিকেটেড থাকে ফলে মিলন সুগম হয় ৷
advertisement
6/12
যৌন মিলনে অর্গাজমের ফলে পেশীর সংকোচন-প্রসারণ বাড়ে, ব্লাড ফ্লো দ্রুত হয়, পিরিয়ডস তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
যৌন মিলনে অর্গাজমের ফলে পেশীর সংকোচন-প্রসারণ বাড়ে, ব্লাড ফ্লো দ্রুত হয়, পিরিয়ডস তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
advertisement
7/12
বিশেষত মহিলারা এই সময় যেহেতু বিশেষ শারীরিক যন্ত্রনার মধ্যে দিয়ে যান তাই তাঁরাও যৌন মিলনে বিশেষ আগ্রহী হন না ৷ তবে কানপুরের মহিলা গাইনোকলজিস্ট জানচ্ছেন এরকম কোনও কারণ নেই যে সে সময় সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক নিবিড় করা যাবে না
বিশেষত মহিলারা এই সময় যেহেতু বিশেষ শারীরিক যন্ত্রনার মধ্যে দিয়ে যান তাই তাঁরাও যৌন মিলনে বিশেষ আগ্রহী হন না ৷ তবে কানপুরের মহিলা গাইনোকলজিস্ট জানচ্ছেন এরকম কোনও কারণ নেই যে সে সময় সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক নিবিড় করা যাবে না
advertisement
8/12
চিকিৎসক জানাচ্ছেন একেবারে দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলুন ৷ এই নিয়ে কোথাও কোনও কথা লেখা নেই যে পিরিয়ডসের সময় সেক্স করা যায় না ৷ এটা খুব স্বাভাবিক যে যৌন মিলনের ইচ্ছা রোজ হবে ৷ পুরুষ ও নারী দু‘জনেরই কোনও অসুবিধা হয় না শারীরিক মিলনে ৷
চিকিৎসক জানাচ্ছেন একেবারে দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলুন ৷ এই নিয়ে কোথাও কোনও কথা লেখা নেই যে পিরিয়ডসের সময় সেক্স করা যায় না ৷ এটা খুব স্বাভাবিক যে যৌন মিলনের ইচ্ছা রোজ হবে ৷ পুরুষ ও নারী দু‘জনেরই কোনও অসুবিধা হয় না শারীরিক মিলনে ৷
advertisement
9/12
পিরিয়ডের মধ্যে যৌন মিলন করলেও আপনি গর্ভবতী হয়ে পড়তে পারেন? অবাঞ্ছিত গর্ভাবস্থা এড়াতে পিরিয়ডের সময় বা তার সাতদিন আগে বা পরে সেক্স করেন অনেকে৷ কিন্তু জানেন কী রিক্স থেকে যায় তারপরেও ৷
পিরিয়ডের মধ্যে যৌন মিলন করলেও আপনি গর্ভবতী হয়ে পড়তে পারেন? অবাঞ্ছিত গর্ভাবস্থা এড়াতে পিরিয়ডের সময় বা তার সাতদিন আগে বা পরে সেক্স করেন অনেকে৷ কিন্তু জানেন কী রিক্স থেকে যায় তারপরেও ৷
advertisement
10/12
‘সেফ পিরিয়ড’-এর মধ্যে মিলিত হলেও গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় ৷ তবে অবশ্যই সেটা ব্যতিক্রম ৷ যদি কোনও মহিলার মেন্সট্রুয়াল সাইকেল ২৮ বা ৩০ দিন বা তারও বেশি হয়, তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম হয় ৷
‘সেফ পিরিয়ড’-এর মধ্যে মিলিত হলেও গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় ৷ তবে অবশ্যই সেটা ব্যতিক্রম ৷ যদি কোনও মহিলার মেন্সট্রুয়াল সাইকেল ২৮ বা ৩০ দিন বা তারও বেশি হয়, তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম হয় ৷
advertisement
11/12
কিন্তু যদি কারও মেন্সট্রুয়াল সাইকেল ২০ থেকে ২৪ দিনের হয়, তাহলে সাবধান ৷ ‘সেফ’ টাইমে মিলিত হলেও অবাঞ্ছিত প্রেগন্যান্সি আসতে পারে ৷
কিন্তু যদি কারও মেন্সট্রুয়াল সাইকেল ২০ থেকে ২৪ দিনের হয়, তাহলে সাবধান ৷ ‘সেফ’ টাইমে মিলিত হলেও অবাঞ্ছিত প্রেগন্যান্সি আসতে পারে ৷
advertisement
12/12
যদি কারও মেন্সট্রুয়াল সাইকেল কম দিনের হয়, তার মানে হল আপনার ওভ্যুলেশন আগে শুরু হচ্ছে ৷  মেয়েদের শরীরের মধ্যে স্পার্ম ২-৫ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে ৷ তাই পিরিয়ডের শেষ দিকে বা শেষ হওয়ার পরেই সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সামান্য হলেও থাকবে ৷
যদি কারও মেন্সট্রুয়াল সাইকেল কম দিনের হয়, তার মানে হল আপনার ওভ্যুলেশন আগে শুরু হচ্ছে ৷ মেয়েদের শরীরের মধ্যে স্পার্ম ২-৫ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে ৷ তাই পিরিয়ডের শেষ দিকে বা শেষ হওয়ার পরেই সেক্স করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সামান্য হলেও থাকবে ৷
advertisement
advertisement
advertisement