Vastu Tips for Love: প্রেমিক বা প্রেমিকাকে ‘এই’ উপহার এঁরা দিলেই প্রেম ভেঙে চুরমার! জীবন তছনছ! জানুন বিশদে

Last Updated:
Vastu Tips for Love: প্রেমিক বা প্রেমিকাকে পছন্দসই উপহার দেওয়া প্রেমের সম্পর্কের অন্যতম অঙ্গ। ভ্যালেন্টাইন্স ডে-সহ যে কোনও বিশেষ দিনে উপহার দিলে মন ভাল থাকে। সম্পর্কের বাঁধন মজবুত হয়। কিন্তু জানেন কি সুগন্ধি বা পারফিউম উপহার দিলে ভেঙে যেতে পারে আপনার প্রেম
1/7
প্রেমিক বা প্রেমিকাকে পছন্দসই উপহার দেওয়া প্রেমের সম্পর্কের অন্যতম অঙ্গ। ভ্যালেন্টাইন্স ডে-সহ যে কোনও বিশেষ দিনে উপহার দিলে মন ভাল থাকে। সম্পর্কের বাঁধন মজবুত হয়।
প্রেমিক বা প্রেমিকাকে পছন্দসই উপহার দেওয়া প্রেমের সম্পর্কের অন্যতম অঙ্গ। ভ্যালেন্টাইন্স ডে-সহ যে কোনও বিশেষ দিনে উপহার দিলে মন ভাল থাকে। সম্পর্কের বাঁধন মজবুত হয়।
advertisement
2/7
কিন্তু জানেন কি সুগন্ধি বা পারফিউম উপহার দিলে ভেঙে যেতে পারে আপনার প্রেম। এরকমই দাবি জ্যোতিষ বিশেষজ্ঞ তথা বাস্তুবিদ মৃগেন্দ্র চৌধুরি।
কিন্তু জানেন কি সুগন্ধি বা পারফিউম উপহার দিলে ভেঙে যেতে পারে আপনার প্রেম। এরকমই দাবি জ্যোতিষ বিশেষজ্ঞ তথা বাস্তুবিদ মৃগেন্দ্র চৌধুরি।
advertisement
3/7
মৃগেন্দ্রর মতে, যে কোনও সুগন্ধি জড়িয়ে আছে শুক্রগ্রহের সঙ্গে। প্রেম, ভালবাসা, রোম্যান্স, যৌন সম্পর্ক, শারীরিক শক্তি ও সৌন্দর্যের সঙ্গে শুক্রগ্রহের সম্পর্ক আছে।
মৃগেন্দ্রর মতে, যে কোনও সুগন্ধি জড়িয়ে আছে শুক্রগ্রহের সঙ্গে। প্রেম, ভালবাসা, রোম্যান্স, যৌন সম্পর্ক, শারীরিক শক্তি ও সৌন্দর্যের সঙ্গে শুক্রগ্রহের সম্পর্ক আছে।
advertisement
4/7
যাঁদের জন্মছকে শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি আছে তাঁরা প্রেম, সম্পর্ক ও সৌন্দর্যের ক্ষেত্রে ভাল ফল পান। তাঁরা সুগন্ধি উপহার দিতে পারেন প্রেমিক বা প্রেমিকাকে।
যাঁদের জন্মছকে শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি আছে তাঁরা প্রেম, সম্পর্ক ও সৌন্দর্যের ক্ষেত্রে ভাল ফল পান। তাঁরা সুগন্ধি উপহার দিতে পারেন প্রেমিক বা প্রেমিকাকে।
advertisement
5/7
কিন্তু যাঁদের উপর শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি নেই, তাঁরা আর্থিক কষ্ট, হরমোন ইনব্যালান্স-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে সুগন্ধি দিলে ভেঙেও যেতে পারে সম্পর্ক।
কিন্তু যাঁদের উপর শুক্রগ্রহের সুপ্রভাব বা সুদৃষ্টি নেই, তাঁরা আর্থিক কষ্ট, হরমোন ইনব্যালান্স-সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রেমিক বা প্রেমিকাকে সুগন্ধি দিলে ভেঙেও যেতে পারে সম্পর্ক।
advertisement
6/7
শুক্রগ্রহের বক্রদৃষ্টি থাকলে সুগন্ধির পরিবর্তে উপহার দিন মিষ্টান্ন বা দই থেকে তৈরি কোনও খাবার।
শুক্রগ্রহের বক্রদৃষ্টি থাকলে সুগন্ধির পরিবর্তে উপহার দিন মিষ্টান্ন বা দই থেকে তৈরি কোনও খাবার।
advertisement
7/7
শুক্রগ্রহের বক্রদৃষ্টি থেকে রক্ষা পেতে বিবাহিত পুরুষ তাঁর স্ত্রীকে উপহার দিতে পারেন রুপোর গয়না বা হিরের গয়না। তবে সুগন্ধি দেবেন না উপহারে।
শুক্রগ্রহের বক্রদৃষ্টি থেকে রক্ষা পেতে বিবাহিত পুরুষ তাঁর স্ত্রীকে উপহার দিতে পারেন রুপোর গয়না বা হিরের গয়না। তবে সুগন্ধি দেবেন না উপহারে।
advertisement
advertisement
advertisement