Perfume Buying Tips: পারফিউমের বোতলে EDT, EDP আর EDC লেখা থাকে কেন? জানুন কোনটা কতক্ষণ শরীরে গন্ধ ধরে রাখে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Perfume Buying Tips: পারফিউম কেনার সময় বোতলের গায়ে EDT, EDP বা EDC লেখা দেখে কনফিউশনে পড়েন? জানুন এই তিনটির পার্থক্য, কোন পারফিউম কতক্ষণ টিকে থাকে ও কীভাবে বুঝবেন কোনটা আপনার জন্য সেরা, বিস্তারিত জানুন...
advertisement
advertisement
advertisement
advertisement
Eau de Toilette (EDT) এটি একটি ফরাসি শব্দ। যেসব পারফিউমের গায়ে EDT লেখা থাকে, সেগুলোর ঘনত্ব ৫–১৫% পর্যন্ত হয়। এই পরিমাণ ফ্র্যাগরেন্স অয়েল থাকার কারণে এর গন্ধ সাধারণত ৩–৫ ঘণ্টা স্থায়ী হয়। এটি প্রতিদিন ব্যবহারের জন্য ভালো, বিশেষত গরমকালে হালকা ও সতেজ ঘ্রাণ পাওয়ার জন্য একে পারফেক্ট মনে করা হয়।
advertisement
Eau de Parfum (EDP) যেসব পারফিউমের গায়ে EDP লেখা থাকে, তাদের ঘনত্ব ১৫–২০% পর্যন্ত হয়। এটি তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী পারফিউম এবং এর ঘ্রাণ প্রায় ৫–৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। বেশি ঘনত্বের জন্য এর গন্ধ অনেকটা সময় ধরে থাকে, তাই এটি স্পেশাল ইভেন্ট বা পার্টির জন্য আদর্শ, কারণ একবার লাগালেই অনেকক্ষণ ফ্রেশ লাগবে।
advertisement
advertisement
এই কারণে, পারফিউম কেনার সময় বোতলের গায়ে লেখা EDT, EDP বা EDC দেখে নেওয়া উচিত। আপনি যদি এমন কিছু চান যা দীর্ঘক্ষণ ধরে টিকে থাকবে, তাহলে EDP সেরা হবে। আর প্রতিদিনের জন্য চাইলে EDT বা EDC বেছে নিতে পারেন। আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী সঠিক বাছাই করলেই পারফিউম আপনার ব্যক্তিত্বে চারচাঁদ লাগাতে পারে।