Weekend Trip: হাতে দু-একদিন সময় রয়েছে? ঘুরে আসুন অফবিট জঙ্গলমহল, কী কী না দেখলে বড় মিস? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Weekend Trip: ঘুরতে যাওয়া শখ, হাতে এক দুদিন সময় নিয়ে ঘুরে দেখুন জঙ্গলমহলের একাধিক জায়গা।
*যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু সবুজ আর সবুজ। শাল, শিমুলে ভরা পশ্চিমবঙ্গের একটি ছোট্ট জেলা ঝাড়গ্রাম। সবুজে ঘেরা ঝাড়গ্রাম বিখ্যাত পর্যটন মানচিত্রে। পাতা ঝরা বসন্তের মরশুম হোক কিংবা বর্ষার সময় যেকোনও সময়ে পর্যটকদের আকর্ষনের মূল কেন্দ্রতে থাকে জঙ্গলমহল ঝাড়গ্রাম। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*চারিদিকে ছোট বড় পাহাড়ে ঘেরা বেলপাহাড়ির এই জায়গা। মাঝে ছোট্ট শান্ত জলপ্রপাত। সারা বছর কম বেশি পর্যটকদের আনাগোনা থাকে এখানে। কালো পাথরের গা বেয়ে ঝরে পড়ছে ঝরনার জল, যা ভুলিয়ে দেবে আপনার সারাদিনের ক্লান্তিকে। পাশেই আদিবাসী সংস্কৃতির মেলবন্ধন দেখতে পাবেন আপনি। রয়েছে আদিবাসী মানুষজনের তৈরি নানা খাবার। সংগৃহীত ছবি।
advertisement
*জঙ্গলমহলের গ্রাম ঢাঙিকুসুম। মূলত অখ্যাত এই গ্রাম বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে এলেই পাথরের গা বেয়ে যেতে হবে আপনাকে ঝর্ণার কাছে। যদিও এই ঝর্ণা বছরের মূলত বর্ষাকালেই চাকচিক্য মেলে। তবে পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা ধরে জঙ্গলের মধ্যে যাওয়া এবং এখানকার অধিবাসীদের তৈরি পাথরের নানান জিনিসপত্র মন কাড়বে আপনার। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*একদম শহরের কাছে রয়েছে প্রায় ৩৫০ বছরের পুরানো সাবিত্রী মন্দির যা পর্যটন মানচিত্রে এক নতুন দিগন্ত। পাশেই ডুলুং নদীর পাড়েই রয়েছে সুপ্রাচীন কনকদুর্গা মন্দির। মন্দির দর্শন করে নদীর পাড়ে শান্ত নিরিবিলিতে বন্ধুবান্ধব প্রিয়জনদের নিয়ে একটু সময় কাটান।কলকাতা থেকে ট্রেন এবং অন্যান্য যাতায়াত মাধ্যম সুলভ। সংগৃহীত ছবি।
advertisement