Bankura Tourism in Summer Vacation: কম বাজেটে perfect ফ্যামিলি ট্যুর,গরমের ছুটিতে ঘুরে আসুন মেঘে ঢাকা বাঁকুড়ার 'লুকানো' স্পটে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
বাঁকুড়ার এমন একটা জায়গা যেন মনে হবে চলে এসেছেন কুলু মানালির সবুজ উপত্যকায়।
advertisement
advertisement
advertisement
বাঁকুড়ার ইকো পার্কে কী নেই! রয়েছে ওপেন স্কাই স্টেজ। স্টেজে বসে অনায়াসে করতে পারবেন ক্যাম্প ফায়ার! ব্যবস্থা রয়েছে ডাইনিং হল এবং ডরমেটরি। যেখানে রান্না করে করতে পারবেন পিকনিক। যেহেতু এটি একটি ইকোপার্ক এবং চিলড্রেনস পার্ক সেই কারণে ওপেন স্কাই রান্না করার অনুমতি নেই। তবে প্রকৃতিতে বসে গল্প-আড্ডা, গান-বাজনা।
advertisement
advertisement






