Dengue Home Remedy: ডেঙ্গিতে ছাগলের দুধ, পেঁপে পাতার রসে ভরসা করছেন? ফল হতে পারে মারাত্মক, শুনুন বিশেষজ্ঞের কথা

Last Updated:
Papaya Leaf and Goat Milk for Dengue: প্লেটলেট কমতে শুরু করলে রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে, এমনকী মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। এই কারণে হাসপাতালে রোগীকে বাইরে থেকে প্লেটলেট দেওয়ার ব্যবস্থা করা হয়। এটাই একমাত্র চিকিৎসা।
1/7
চারিদিকে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সবচেয়ে বড় যে সমস্যাটি রোগীর মধ্যে দেখা দেয় তা হল রক্তে প্লেটলেটের অবনতি। প্লেটলেট কমতে শুরু করলে রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে, এমনকী মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। এই কারণে হাসপাতালে রোগীকে বাইরে থেকে প্লেটলেট দেওয়ার ব্যবস্থা করা হয়। এটাই একমাত্র চিকিৎসা।
চারিদিকে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সবচেয়ে বড় যে সমস্যাটি রোগীর মধ্যে দেখা দেয় তা হল রক্তে প্লেটলেটের অবনতি। প্লেটলেট কমতে শুরু করলে রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠতে পারে, এমনকী মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। এই কারণে হাসপাতালে রোগীকে বাইরে থেকে প্লেটলেট দেওয়ার ব্যবস্থা করা হয়। এটাই একমাত্র চিকিৎসা।
advertisement
2/7
কিন্তু অনেক সময়ই মানুষ পেঁপে পাতার রস, গুলঞ্চ বা ছাগলের দুধকে নিদান হিসেবে গ্রহণ করেন। মনে করা হয় এগুলি পান করলে রক্তে প্লেটলেট বাড়বে। কিন্তু সমস্ত তথ্য সত্যি বিজ্ঞানসম্মত কিনা, তা আমরা জানি না। এই বিষয়ে বিশদ জানাচ্ছেন ঝাড়খণ্ডের রাঁচি রিমসের চিকিৎসক ড. জি.কে মিত্র।
কিন্তু অনেক সময়ই মানুষ পেঁপে পাতার রস, গুলঞ্চ বা ছাগলের দুধকে নিদান হিসেবে গ্রহণ করেন। মনে করা হয় এগুলি পান করলে রক্তে প্লেটলেট বাড়বে। কিন্তু সমস্ত তথ্য সত্যি বিজ্ঞানসম্মত কিনা, তা আমরা জানি না। এই বিষয়ে বিশদ জানাচ্ছেন ঝাড়খণ্ডের রাঁচি রিমসের চিকিৎসক ড. জি.কে মিত্র।
advertisement
3/7
অনেকেই মনে করেন ডেঙ্গি হলে গুলঞ্চ, ছাগলের দুধ বা পেঁপে পাতার রস উপকার করে। বিশ্বাস করা হয়, এতে প্লেটলেট বাড়বে এবং সহজেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু এটা আদতে ভুল ধারণা। এসব খেলে মোটেও রক্তে প্লেটলেট বাড়ে না। বরং সঠিক চিকিৎসার অভাবে পরিস্থিতি খারাপের দিকে যায়।
অনেকেই মনে করেন ডেঙ্গি হলে গুলঞ্চ, ছাগলের দুধ বা পেঁপে পাতার রস উপকার করে। বিশ্বাস করা হয়, এতে প্লেটলেট বাড়বে এবং সহজেই সুস্থ হয়ে যাবেন। কিন্তু এটা আদতে ভুল ধারণা। এসব খেলে মোটেও রক্তে প্লেটলেট বাড়ে না। বরং সঠিক চিকিৎসার অভাবে পরিস্থিতি খারাপের দিকে যায়।
advertisement
4/7
ড. মিত্র জানিয়েছেন, এই ধারণার বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। সাধারণত পেঁপে বা ছাগলের দুধে অনেক ধরনের ভিটামিন এবং খনিজ থাকে, যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু তাতে প্লেটলেট বাড়ে না।
ড. মিত্র জানিয়েছেন, এই ধারণার বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। সাধারণত পেঁপে বা ছাগলের দুধে অনেক ধরনের ভিটামিন এবং খনিজ থাকে, যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু তাতে প্লেটলেট বাড়ে না।
advertisement
5/7
ডেঙ্গির একমাত্র প্রতিকার হল মানুষের পরিচ্ছন্নতা। সাধারণত নোংরা জমে থাকা জল এবং নোংরা জিনিসপত্রের মধ্যেই মশার জন্ম হয়। আর তা থেকে ছড়িয়ে পড়ে ডেঙ্গি। এক্ষেত্রে পরিচ্ছন্ন তাই একমাত্র প্রতিকার।
ডেঙ্গির একমাত্র প্রতিকার হল মানুষের পরিচ্ছন্নতা। সাধারণত নোংরা জমে থাকা জল এবং নোংরা জিনিসপত্রের মধ্যেই মশার জন্ম হয়। আর তা থেকে ছড়িয়ে পড়ে ডেঙ্গি। এক্ষেত্রে পরিচ্ছন্ন তাই একমাত্র প্রতিকার।
advertisement
6/7
প্লেটলেট রক্তের এমন একটি উপাদান যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোথাও আঘাত লাগলে সেই স্থানে প্লেটলেট রক্ত জমাট বাঁধায়। ফলে রক্তক্ষরণ বন্ধ হয়। দ্রুত ক্ষত সেরে যায়।
প্লেটলেট রক্তের এমন একটি উপাদান যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোথাও আঘাত লাগলে সেই স্থানে প্লেটলেট রক্ত জমাট বাঁধায়। ফলে রক্তক্ষরণ বন্ধ হয়। দ্রুত ক্ষত সেরে যায়।
advertisement
7/7
শরীরে প্লেটলেটের পরিমাণ কমে গেলে মানুষের নাক কান বা অন্য স্থান থেকে রক্তপাত হতে পারে যা মারাত্মক। শরীরে প্লেটলেট স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকে বা কমতে পারে। উপকারের বদলে হতে পারে অপকার। চিকিৎসকের পরামর্শ ছাড়া এইসব সেবন করলে আখেরে ক্ষতি হতে পারে রোগীর।
শরীরে প্লেটলেটের পরিমাণ কমে গেলে মানুষের নাক কান বা অন্য স্থান থেকে রক্তপাত হতে পারে যা মারাত্মক। শরীরে প্লেটলেট স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকে বা কমতে পারে। উপকারের বদলে হতে পারে অপকার। চিকিৎসকের পরামর্শ ছাড়া এইসব সেবন করলে আখেরে ক্ষতি হতে পারে রোগীর।
advertisement
advertisement
advertisement