Panta Bhat in Blood Sugar: গরমে প্রাণ জুড়ানো পান্তা ভাত কি ব্লাড সুগারে খাওয়া যায়? জলে ভেজা ঠান্ডা ভাত খেলে চড়চড়িয়ে বাড়বে ডায়াবেটিস? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Panta Bhat in Blood Sugar:বাংলার পান্তা ভাতকে ওড়িশায় বলা হয় পাখাল ভাত৷ অনেক সময় বাসি ভাত মজাতে ব্যবহার করা হয় টক দইও৷ পুষ্টিমূল্যের দিক দিয়েও পান্তাভাত টেক্কা দেয় অনেক খাবারকেই৷ অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, সাধারণ ভাতের তুলনায় অনেক ক্ষেত্রেই বেশি কার্যকর ভেজা বাসি ভাত
advertisement
advertisement
advertisement
পান্তাভাতের ফলে পরিপাক ক্রিয়াও উন্নত হয় ৷ তীব্র গরমে শরীরের জন্য পান্তা উপাদেয় এবং উপকারী, দুই-ই ৷ গরমে ডায়রিয়া ও হিটস্ট্রোক প্রতিরোধে গ্রীষ্মপ্রধান অঞ্চলের বাসিন্দাদের ডায়েটে পান্তাভাতের উপস্থিতি প্রয়োজনীয় ৷ কিন্তু পান্তা ভাত কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি পান্তা খেলে বেড়ে যাবে ডায়াবেটিস? সেই ধোঁয়াশা দূর করেছেন পুষ্টিবিদ পূজা মাখিজা৷
advertisement
advertisement
advertisement
advertisement