Pain Relief Tips: গরমের দিনেই পাওয়া যায়, ফল-পাতা-শেকড় ব্যথা তাড়ানোর 'পেইনকিলার'! সংগ্রহ করে রাখুন আজই

Last Updated:
Pain Relief Tips: এই ফল খেলে ভাল থাকবে হার্ট, পাতায় ভাল হবে বাতের ব্যথা, জানেন কী এই গাছ?
1/7
আমাদের আশেপাশে অনেক এমন ফল ও ফলের গাছ আছে যেগুলিকে আমরা অবহেলা করি। কিন্তু তার গুণাগুণ জানলে অবাক হবেন।
আমাদের আশেপাশে অনেক এমন ফল ও ফলের গাছ আছে যেগুলিকে আমরা অবহেলা করি। কিন্তু তার গুণাগুণ জানলে অবাক হবেন।
advertisement
2/7
কাঁটা যুক্ত এই গাছ, যা বিলুপ্তপ্রায়। পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহল ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে এখনও দেখা যায়। এই গাছের পাতা বা ফলের গুরুত্ব জানলে অবাক হবেন।
কাঁটা যুক্ত এই গাছ, যা বিলুপ্তপ্রায়। পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহল ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে এখনও দেখা যায়। এই গাছের পাতা বা ফলের গুরুত্ব জানলে অবাক হবেন।
advertisement
3/7
বিলুপ্তপ্রায় এই ফলের নাম বৈঁচি ফল। যা কিছুটা চেরির মতো দেখতে। সুস্বাদু টক মিষ্টি স্বাদের এই ফল। তবে এর স্বাস্থ্যগুণ বেশ।
বিলুপ্তপ্রায় এই ফলের নাম বৈঁচি ফল। যা কিছুটা চেরির মতো দেখতে। সুস্বাদু টক মিষ্টি স্বাদের এই ফল। তবে এর স্বাস্থ্যগুণ বেশ।
advertisement
4/7
মূলত গরমের সময় এই ফল হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এই ফল খেলে হজমশক্তি বৃদ্ধি পায়, হৃদযন্ত্র ভাল রাখে।
মূলত গরমের সময় এই ফল হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এই ফল খেলে হজমশক্তি বৃদ্ধি পায়, হৃদযন্ত্র ভাল রাখে।
advertisement
5/7
বৈঁচি ফলে রয়েছে আয়রন, ফসফেট, সালফার-সহ নানা খনিজ উপাদান। যা শারীরিক নানা কাজে সহায়তা করে। এছাড়াও রয়েছে ভিটামিন সি।
বৈঁচি ফলে রয়েছে আয়রন, ফসফেট, সালফার-সহ নানা খনিজ উপাদান। যা শারীরিক নানা কাজে সহায়তা করে। এছাড়াও রয়েছে ভিটামিন সি।
advertisement
6/7
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, শুধু এই গাছের ফল না পাতা, শেকড়ও মহৌষধি।
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, শুধু এই গাছের ফল না পাতা, শেকড়ও মহৌষধি।
advertisement
7/7
বাতের ব্যথা, দাঁত-ব্যথা সহ নানা রোগে উপশম মেলে।
বাতের ব্যথা, দাঁত-ব্যথা সহ নানা রোগে উপশম মেলে।
advertisement
advertisement
advertisement