Orange Buying Tips: বাজার থেকে বার বার বাজে কমলালেবু কিনে আনছেন? এ বার মনে রাখুন সহজ টিপস, আর ঠকবেন না

Last Updated:
Orange Buying Tips: জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না।
1/7
কমলালেবু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে শীতযাপনের সঙ্গে। এই ফলের স্বাদগন্ধ আমাদের শীতকালীন নস্টালজিয়ার অংশ। স্বাদের পাশাপাশি গুণের দিক থেকেও এই ফল অনন্য।
কমলালেবু অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে শীতযাপনের সঙ্গে। এই ফলের স্বাদগন্ধ আমাদের শীতকালীন নস্টালজিয়ার অংশ। স্বাদের পাশাপাশি গুণের দিক থেকেও এই ফল অনন্য।
advertisement
2/7
কিন্তু কমলালেবু কিনতে গিয়ে আমরা অনেক সময়েই ঠকে যাই। বাইরে থেকে দেখতে ভাল লাগলেও খাওয়ার সময় বুঝতে পারি কোথায় ঠকে গিয়েছি।
কিন্তু কমলালেবু কিনতে গিয়ে আমরা অনেক সময়েই ঠকে যাই। বাইরে থেকে দেখতে ভাল লাগলেও খাওয়ার সময় বুঝতে পারি কোথায় ঠকে গিয়েছি।
advertisement
3/7
অনেক সময়েই কমলালেবু কিনতে গিয়ে আমরা ঠকে যাই। জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না।
অনেক সময়েই কমলালেবু কিনতে গিয়ে আমরা ঠকে যাই। জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না।
advertisement
4/7
কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
advertisement
5/7
আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
আলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
advertisement
6/7
রঙই শেষ কথা নয় এক্ষেত্রে। কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
রঙই শেষ কথা নয় এক্ষেত্রে। কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
advertisement
7/7
কমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
কমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement