Onion Farming Tips: ছাদ বাগানেই লাগান পেঁয়াজ...! সারা বছর মিলবে বিনা পয়সায়! শুধু মানতে হবে এই 'ছোট্ট' টিপস

Last Updated:
Onion Farming Tips: কয়েকটি টিপস মানলেই চমৎকার ফলন! জানুন কী কী রাখবেন খেয়াল?
1/5
চাকরির পাশাপাশি বর্তমানে বাড়িতে ছোটখাটো চাষের দিকেও ঝুঁকছেন অনেকে। ছাদবাগান পদ্ধতি এখন বেশ জনপ্রিয়। আজ জেনে নিন কীভাবে সহজে নেবেন পেয়াঁজ চাষের যত্ন। মূল জমি হোক বা ছাদ বাগান, পেঁয়াজ চাষের আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।
চাকরির পাশাপাশি বর্তমানে বাড়িতে ছোটখাটো চাষের দিকেও ঝুঁকছেন অনেকে। ছাদবাগান পদ্ধতি এখন বেশ জনপ্রিয়। আজ জেনে নিন কীভাবে সহজে নেবেন পেয়াঁজ চাষের যত্ন। মূল জমি হোক বা ছাদ বাগান, পেঁয়াজ চাষের আগে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।
advertisement
2/5
প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে, যে জমিতে পেঁয়াজ লাগাবেন, সেই মাটি যেন বেলে অথবা দোআঁশ মাটি হয়। মাটি যত ঝুরঝুরে হবে, ততই এই কন্দ জাতীয় ফসল ভাল হবে।
প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে, যে জমিতে পেঁয়াজ লাগাবেন, সেই মাটি যেন বেলে অথবা দোআঁশ মাটি হয়। মাটি যত ঝুরঝুরে হবে, ততই এই কন্দ জাতীয় ফসল ভাল হবে।
advertisement
3/5
পেঁয়াজ চাষ করা কৃষক শ্যামল মাঝি বলছেন, যেখানে পেঁয়াজ লাগানো হবে, সেই জমিতে জল দাঁড়িয়ে থাকা যাবে না। আবার পর্যাপ্ত পরিমাণে সেচ হতে হবে। কিন্তু মাটি বেশি ভিজে গেলে কন্দ পচে যেতে পারে বা ছত্রাক জনিত সমস্যা হতে পারে। সেই দিক খেয়াল রাখতে হবে।
পেঁয়াজ চাষ করা কৃষক শ্যামল মাঝি বলছেন, যেখানে পেঁয়াজ লাগানো হবে, সেই জমিতে জল দাঁড়িয়ে থাকা যাবে না। আবার পর্যাপ্ত পরিমাণে সেচ হতে হবে। কিন্তু মাটি বেশি ভিজে গেলে কন্দ পচে যেতে পারে বা ছত্রাক জনিত সমস্যা হতে পারে। সেই দিক খেয়াল রাখতে হবে।
advertisement
4/5
তিনি আরও বলছেন, পেঁয়াজ চাষের জমিতে কম পরিমাণে সার এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। জৈব সার একটু বেশি হলে সমস্যা নেই। পুরানো গোবর সার ব্যবহার করতে পারলে সবথেকে ভাল। নাইট্রোজেন যুক্ত সার যত কম ব্যবহার করা যাবে, ততই ফসলের গুণ বজায় থাকবে।
তিনি আরও বলছেন, পেঁয়াজ চাষের জমিতে কম পরিমাণে সার এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। জৈব সার একটু বেশি হলে সমস্যা নেই। পুরানো গোবর সার ব্যবহার করতে পারলে সবথেকে ভাল। নাইট্রোজেন যুক্ত সার যত কম ব্যবহার করা যাবে, ততই ফসলের গুণ বজায় থাকবে।
advertisement
5/5
পেঁয়াজ চাষের সময় চারার দিকে বিশেষভাবে নজর দিতে বলছেন শ্যামলবাবু। তিনি বলছেন, চারা গাছটি যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তাহলে চলবে না। প্রাপ্তবয়স্ক এবং পুষ্ট চারা রোপন করতে হবে। চারা গাছটির বয়স যেন কমপক্ষে ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে হয়। তারপরেই সেটিকে মূল জমিতে রোপন করা যাবে।
পেঁয়াজ চাষের সময় চারার দিকে বিশেষভাবে নজর দিতে বলছেন শ্যামলবাবু। তিনি বলছেন, চারা গাছটি যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তাহলে চলবে না। প্রাপ্তবয়স্ক এবং পুষ্ট চারা রোপন করতে হবে। চারা গাছটির বয়স যেন কমপক্ষে ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে হয়। তারপরেই সেটিকে মূল জমিতে রোপন করা যাবে।
advertisement
advertisement
advertisement