Relationship Tips: খবরদার! লং ডিসট্যান্স রিলেশনশিপে ভুলেও করবেন না 'এই' ভুল, কয়েকটা কাজেই বজায় থাকবে ভালবাসা

Last Updated:
Relationship Tips: লং ডিসট্যান্স রিলেশনশিপে থাকাকালীন সঙ্গীকে মিথ্যে বলবেন না, কারও সঙ্গে তুলনা করবেন না৷ মনে রাখতে হবে তার রাগ ভাঙানোর জন্য আপনি কিন্তু তাঁর পাশে নেই৷
1/5
১০০ জনের মধ্যে ৯৯ জন মানুষ বিশ্বাস করেন যে লং ডিসট্যান্স সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই। এটা একদিন না একদিন ভাঙবেই। কিন্তু এই ধারণা একদম ভিত্তিহীন। মনের মানুষ সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করলেই যে প্রেম খুব গভীর হবে, তা কিন্তু নয়। দূরে থেকেও অন্যদের মতোই সম্পর্ক ভালো ভাবেই বজায় রাখা সম্ভব। শুধু কয়েকটা কথা মাথায় রাখলেই হল।
১০০ জনের মধ্যে ৯৯ জন মানুষ বিশ্বাস করেন যে লং ডিসট্যান্স সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই। এটা একদিন না একদিন ভাঙবেই। কিন্তু এই ধারণা একদম ভিত্তিহীন। মনের মানুষ সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করলেই যে প্রেম খুব গভীর হবে, তা কিন্তু নয়। দূরে থেকেও অন্যদের মতোই সম্পর্ক ভালো ভাবেই বজায় রাখা সম্ভব। শুধু কয়েকটা কথা মাথায় রাখলেই হল।
advertisement
2/5
যদি এমন কারও সঙ্গে আপনার সম্পর্ক থাকে যিনি এই শহরে বা এই দেশে থাকেন না, তা হলে প্রথম থেকেই এই বিষয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে চোখের সামনে অন্য বন্ধুদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘুরতে দেখলে মনে কাঁটা বিঁধবেই। আত্মীয়স্বজন আর বন্ধুরাও ক্রমাগত কানের কাছে নেগেটিভ কথা বলবে। কিন্তু মনে রাখতে হবে আজকের আধুনিক দুনিয়ায় দূরত্ব কোনও ব্যাপার নেই। শুধু মনের মিল থাকলেই হল।
যদি এমন কারও সঙ্গে আপনার সম্পর্ক থাকে যিনি এই শহরে বা এই দেশে থাকেন না, তা হলে প্রথম থেকেই এই বিষয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে চোখের সামনে অন্য বন্ধুদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘুরতে দেখলে মনে কাঁটা বিঁধবেই। আত্মীয়স্বজন আর বন্ধুরাও ক্রমাগত কানের কাছে নেগেটিভ কথা বলবে। কিন্তু মনে রাখতে হবে আজকের আধুনিক দুনিয়ায় দূরত্ব কোনও ব্যাপার নেই। শুধু মনের মিল থাকলেই হল।
advertisement
3/5
ভার্চুয়ালি যোগাযোগ রাখার ক্ষেত্রেও একটা সীমা মেনে চলতে হবে। মেসেজ ঠিক সময়ে চেোখে না পড়তে পারে বা ভিডিও কল অপর পক্ষ সেই মুহূর্তে না-ও ধরতে পারেন। তখন খামোখা দুশ্চিন্তা করা সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। শুধু প্রেম নিয়েই জীবন তৈরি হয় না। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো, আত্মীয়দের সঙ্গে আড্ডা দেওয়াটাও দরকার। সর্বক্ষণ মেসেজ করা বা কল করে তাই সঙ্গীকে বিব্রত না করাই ভালো!
ভার্চুয়ালি যোগাযোগ রাখার ক্ষেত্রেও একটা সীমা মেনে চলতে হবে। মেসেজ ঠিক সময়ে চেোখে না পড়তে পারে বা ভিডিও কল অপর পক্ষ সেই মুহূর্তে না-ও ধরতে পারেন। তখন খামোখা দুশ্চিন্তা করা সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। শুধু প্রেম নিয়েই জীবন তৈরি হয় না। বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো, আত্মীয়দের সঙ্গে আড্ডা দেওয়াটাও দরকার। সর্বক্ষণ মেসেজ করা বা কল করে তাই সঙ্গীকে বিব্রত না করাই ভালো!
advertisement
4/5
যদি সম্ভব হয় মাসে একবার বা অন্তত ছয় মাসে একবার দেখা করার চেষ্টা করতে হবে। তবে মনে মনে প্রস্তুত থাকতে হবে যে এটা সব সময় সম্ভব না-ও হতে পারে। আর এটা দুই তরফ থেকেই হতে পারে। যদি এই লং ডিসট্যান্স সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাস থাকে, তা হলে কোনও সমস্যা নেই- নিশ্চিত করে বলা যায়!
যদি সম্ভব হয় মাসে একবার বা অন্তত ছয় মাসে একবার দেখা করার চেষ্টা করতে হবে। তবে মনে মনে প্রস্তুত থাকতে হবে যে এটা সব সময় সম্ভব না-ও হতে পারে। আর এটা দুই তরফ থেকেই হতে পারে। যদি এই লং ডিসট্যান্স সম্পর্ক নিয়ে আত্মবিশ্বাস থাকে, তা হলে কোনও সমস্যা নেই- নিশ্চিত করে বলা যায়!
advertisement
5/5
লং ডিসট্যান্স রিলেশনশিপে থাকাকালীন সঙ্গীকে মিথ্যে বলবেন না, কারও সঙ্গে তুলনা করবেন না৷ মনে রাখতে হবে তার রাগ ভাঙানোর জন্য আপনি কিন্তু তাঁর পাশে নেই৷
লং ডিসট্যান্স রিলেশনশিপে থাকাকালীন সঙ্গীকে মিথ্যে বলবেন না, কারও সঙ্গে তুলনা করবেন না৷ মনে রাখতে হবে তার রাগ ভাঙানোর জন্য আপনি কিন্তু তাঁর পাশে নেই৷
advertisement
advertisement
advertisement