Day Trip: যান্ত্রিক ক্লান্তি কাটাতে চান? উইকেন্ডে প্রকৃতির মাঝে শান্তি খুঁজছেন? নিরিবিলি ভ্রমণে সবুজে মোড়া এই গ্রাম হতে পারে সেরা গন্তব্য
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Day Trip: কলকাতার কাছেই নিরিবিলি জায়গা খুঁজছেন? উত্তর ২৪ পরগনার মিনাখার কামারগাতি ও সরুপোল হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য।
advertisement
advertisement
advertisement
শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এখানে আছে মাছ চাষের একাধিক ভেড়ি বা জলাশয়। সেই ভেড়িগুলিতে ভেসে থাকে নানান জাতের মাছ, আর চারপাশে উড়ে বেড়ায় নানা প্রজাতির পাখি। তাদের কূজন আর জলছোঁয়া হাওয়ার শব্দ একসঙ্গে মিলিয়ে তোলে এক অনন্য সুর। এই পরিবেশে কয়েক ঘণ্টা কাটালেই মনে হবে শহরের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল।
advertisement
যারা নিরিবিলি জায়গায় বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে ঘুরতে ভালবাসেন, তাঁদের জন্য এটি হতে পারে আদর্শ এক গন্তব্য। এখানে নেই কোনো কৃত্রিম আয়োজন, নেই ভিড়— শুধু প্রকৃতি, নীরবতা আর সবুজের ছোঁয়া। দুপুরে কোনও গাছতলায় বসে গল্প করা, ছবি তোলা বা কেবল নিঃশব্দে নদীর ধারে সময় কাটানো— সবই এক অদ্ভুত প্রশান্তি দেয়।
advertisement