Day Outing: উইকএন্ডে ঘরে বসে বোর হচ্ছেন? কলকাতা থেকে একছুটে ঝর্ণা, ভেটিয়া ওয়াটার ফলস বেরিয়ে আসুন একদিনেই

Last Updated:
Day Outing: কলকাতা থেকে খুব কাছেই রয়েছে খড়্গপুরের ভেটিয়া ওয়াটার ফলস, যা বর্ষাকালে এক মোহনীয় রূপ ধারণ করে। এটি পরিবার ও প্রিয়জনদের নিয়ে সপ্তাহান্তের ছুটিতে ঘোরার এক আদর্শ জায়গা।
1/6
চলছে বর্ষাকাল। বর্ষায় ভিজে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করছেন? প্রিয়জনকে নিয়ে এই বর্ষা একটু সময় কাটাতে চান? নিয়মমাফিক চেনা ছন্দের বাইরে সবাই একটু নিজেকে মুক্তি দিতে চাইলে ঘুরে দেখুন এই জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৃষ্টির সঙ্গে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এক আলাদা আনন্দ দেবে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
চলছে বর্ষাকাল। বর্ষায় ভিজে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান করছেন? প্রিয়জনকে নিয়ে এই বর্ষা একটু সময় কাটাতে চান? নিয়মমাফিক চেনা ছন্দের বাইরে সবাই একটু নিজেকে মুক্তি দিতে চাইলে ঘুরে দেখুন এই জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৃষ্টির সঙ্গে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এক আলাদা আনন্দ দেবে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
কলকাতা থেকে খুব কাছেপিঠে রয়েছে সুন্দর ঝরনা। বর্ষার এই সময় এক মোহনীয় রূপ ধারণ করে এই ঝরনা। মাত্র কয়েক মাস থাকে এই ঝরনার জল। পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন এই জায়গা থেকে। পাথরের গা বেয়ে জল ঝরে পড়ার শব্দ এবং চারিদিকে সবুজের স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবে। সারা সপ্তাহের ক্লান্তি যেন নিমেষেই দূর হবে।
কলকাতা থেকে খুব কাছেপিঠে রয়েছে সুন্দর ঝরনা। বর্ষার এই সময় এক মোহনীয় রূপ ধারণ করে এই ঝরনা। মাত্র কয়েক মাস থাকে এই ঝরনার জল। পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন এই জায়গা থেকে। পাথরের গা বেয়ে জল ঝরে পড়ার শব্দ এবং চারিদিকে সবুজের স্নিগ্ধতা আপনাকে মুগ্ধ করবে। সারা সপ্তাহের ক্লান্তি যেন নিমেষেই দূর হবে।
advertisement
3/6
কলকাতা থেকে খুব কাছে রেল শহর খড়্গপুরের অনতি দূরে রয়েছে সুন্দর এই ছোট্ট ঝরনা। বর্ষার এই মরশুমে পরিপুষ্ট থাকে ঝরনাটি।তাই যারা ঘুরতে যেতে ভালবাসেন কিংবা নতুন নতুন ডেসটিনিশন এক্সপ্লোর করতে চান, তারা অবশ্যই ঘুরে দেখুন গ্রামীণ পরিবেশে এই ঝরনা। নীল আকাশের নিচে গড়িয়ে পড়া জল যেন এক আলাদা অনুভূতি দেবে। ছবির মত প্রাকৃতিক দৃশ্য আপনার চোখের সামনে ধরা দেবে। ঘুরতে আসা পর্যটক স্বরূপ খান বলেন, অসাধারণ সুন্দর একটি জায়গা। চারিদিকে প্রাকৃতিক স্তব্ধতা। নিমেষে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে।
কলকাতা থেকে খুব কাছে রেল শহর খড়্গপুরের অনতি দূরে রয়েছে সুন্দর এই ছোট্ট ঝরনা। বর্ষার এই মরশুমে পরিপুষ্ট থাকে ঝরনাটি।তাই যারা ঘুরতে যেতে ভালবাসেন কিংবা নতুন নতুন ডেসটিনিশন এক্সপ্লোর করতে চান, তারা অবশ্যই ঘুরে দেখুন গ্রামীণ পরিবেশে এই ঝরনা। নীল আকাশের নিচে গড়িয়ে পড়া জল যেন এক আলাদা অনুভূতি দেবে। ছবির মত প্রাকৃতিক দৃশ্য আপনার চোখের সামনে ধরা দেবে। ঘুরতে আসা পর্যটক স্বরূপ খান বলেন, অসাধারণ সুন্দর একটি জায়গা। চারিদিকে প্রাকৃতিক স্তব্ধতা। নিমেষে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে।
advertisement
4/6
কলকাতা থেকে সামান্য কিছুটা দূরে খড়্গপুরের ডিমৌলি এলাকায় রয়েছে ভেটিয়া ওয়াটার ফলস। যদিও প্রকৃতি বিজ্ঞানীদের কাছে এটি ঝরনা নয়, তবে সাধারণ মানুষ এবং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম ডেস্টিনেশন। বৃষ্টির জল ক্রমশ পাথরের গা বেয়ে ঝরে পড়ছে। শুধু তাই নয়, স্রোত হিসেবে বয়ে চলেছে বেয়ে আসা জল। প্রসঙ্গত বর্ষার জলেই পরিপুষ্ট এই ঝরনা। বর্ষার সময় থেকে দুর্গাপুজো পর্যন্ত জল থাকে এখানে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই ঝরনা দেখার জন্য।
কলকাতা থেকে সামান্য কিছুটা দূরে খড়্গপুরের ডিমৌলি এলাকায় রয়েছে ভেটিয়া ওয়াটার ফলস। যদিও প্রকৃতি বিজ্ঞানীদের কাছে এটি ঝরনা নয়, তবে সাধারণ মানুষ এবং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম ডেস্টিনেশন। বৃষ্টির জল ক্রমশ পাথরের গা বেয়ে ঝরে পড়ছে। শুধু তাই নয়, স্রোত হিসেবে বয়ে চলেছে বেয়ে আসা জল। প্রসঙ্গত বর্ষার জলেই পরিপুষ্ট এই ঝরনা। বর্ষার সময় থেকে দুর্গাপুজো পর্যন্ত জল থাকে এখানে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই ঝরনা দেখার জন্য।
advertisement
5/6
স্বাভাবিকভাবে যারা কাছে পিঠে ঘুরে আসার প্ল্যান করছেন কিংবা নিত্যনতুন ডেস্টিনেশনের এর খোঁজ নিচ্ছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন ভেটিয়া ওয়াটার ফলস।
স্বাভাবিকভাবে যারা কাছে পিঠে ঘুরে আসার প্ল্যান করছেন কিংবা নিত্যনতুন ডেস্টিনেশনের এর খোঁজ নিচ্ছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন ভেটিয়া ওয়াটার ফলস।
advertisement
6/6
কীভাবে পৌঁছবেন এই জায়গায়? ট্রেন, বাস কিংবা ছোট গাড়িতে পৌঁছতে পারবেন এখানে। ট্রেনে এলে আপনাকে নামতে হবে খড়গপুর স্টেশন সেখান থেকে ছোট গাড়ি ধরে পৌঁছতে পারবেন ডিমৌলির এই জায়গায়। অন্যদিকে খড়গপুর স্টেশন থেকে কেশিয়াড়িগামী বাসে চেপে ডিমৌলী বাস স্ট্যান্ডে নেমে আপনি টোটোয় করে পৌঁছে যেতে পারবেন এখানে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
কীভাবে পৌঁছবেন এই জায়গায়? ট্রেন, বাস কিংবা ছোট গাড়িতে পৌঁছতে পারবেন এখানে। ট্রেনে এলে আপনাকে নামতে হবে খড়গপুর স্টেশন সেখান থেকে ছোট গাড়ি ধরে পৌঁছতে পারবেন ডিমৌলির এই জায়গায়। অন্যদিকে খড়গপুর স্টেশন থেকে কেশিয়াড়িগামী বাসে চেপে ডিমৌলী বাস স্ট্যান্ডে নেমে আপনি টোটোয় করে পৌঁছে যেতে পারবেন এখানে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement