Ladies Fingers Benefits in Weight Loss and Blood Sugar Control: ডায়াবেটিস, ওজন কমবে একসঙ্গে! গ্যারান্টি! শুধু সকালে খালি পেটে ঢেঁড়শ খান এভাবে!

Last Updated:
Ladies Fingers Benefits in Weight Loss and Blood Sugar Control: ওজন নিয়ন্ত্রণের পর্যাপ্ত সুষম আহার এবং উপযুক্ত শরীরচর্চা খুবই জরুরি। তার সঙ্গে যোগ্য সঙ্গত দেবে একটি ঘরোয়া টোটকা। সেটা হল ঢেঁড়শ ভেজানো জল পান করা নিয়মিত।
1/8
প্রিডায়াবেটিস বা পিসিওডি-র ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়তি ওজন। এই দুই অসুখের ক্ষেত্রে অবাঞ্ছিত ওজন যেন কমতেই চায় না। কারণ এই দুই অসুখেই হরমোনের ভারসাম্য এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাহত হয়।
প্রিডায়াবেটিস বা পিসিওডি-র ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়তি ওজন। এই দুই অসুখের ক্ষেত্রে অবাঞ্ছিত ওজন যেন কমতেই চায় না। কারণ এই দুই অসুখেই হরমোনের ভারসাম্য এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ব্যাহত হয়।
advertisement
2/8
ওজন নিয়ন্ত্রণের পর্যাপ্ত সুষম আহার এবং উপযুক্ত শরীরচর্চা খুবই জরুরি। তার সঙ্গে যোগ্য সঙ্গত দেবে একটি ঘরোয়া টোটকা। সেটা হল ঢেঁড়শ ভেজানো জল পান করা নিয়মিত।
ওজন নিয়ন্ত্রণের পর্যাপ্ত সুষম আহার এবং উপযুক্ত শরীরচর্চা খুবই জরুরি। তার সঙ্গে যোগ্য সঙ্গত দেবে একটি ঘরোয়া টোটকা। সেটা হল ঢেঁড়শ ভেজানো জল পান করা নিয়মিত।
advertisement
3/8
তরকারি, ভাজা-সহ নানাভাবে খাওয়া যায় ঢেঁড়শকে। কিন্তু আমরা অনেকেই জানি না ব্লাড সুগার, বাড়তি ওজন কমানো-সহ একাধিক উপকারিতায় ভরপুর ঢেঁড়শ। বলছেন পুষ্টিবিদ নীপা আশারাম।
তরকারি, ভাজা-সহ নানাভাবে খাওয়া যায় ঢেঁড়শকে। কিন্তু আমরা অনেকেই জানি না ব্লাড সুগার, বাড়তি ওজন কমানো-সহ একাধিক উপকারিতায় ভরপুর ঢেঁড়শ। বলছেন পুষ্টিবিদ নীপা আশারাম।
advertisement
4/8
ঢেঁড়শে আছে ফাইবার, ভিটামিন বি৬, সল্যুবল ফাইবার, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিড্যান্টস এবং ফোলেট। এই উপাদানের জেরে নিয়ন্ত্রিত হয় ব্লাড সুগার।
ঢেঁড়শে আছে ফাইবার, ভিটামিন বি৬, সল্যুবল ফাইবার, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিড্যান্টস এবং ফোলেট। এই উপাদানের জেরে নিয়ন্ত্রিত হয় ব্লাড সুগার।
advertisement
5/8
ঢেঁড়শে গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় না। ডায়াবেটিকদের ডায়েটে আদর্শ এই সবজি।
ঢেঁড়শে গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় না। ডায়াবেটিকদের ডায়েটে আদর্শ এই সবজি।
advertisement
6/8
ঢেঁড়শে প্রচুর প্রোটিন। ফলে দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।
ঢেঁড়শে প্রচুর প্রোটিন। ফলে দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে।
advertisement
7/8
ফাইবারে ভরা ঢেঁড়শে ক্যালরি কম। অপ্রয়োজনীয় ক্যালরি ইনটেক হ্রাস করে ঢেঁড়শ। মধুমেহ রোগে আক্রান্তদের বাড়তি ওজন কমাতে কার্যকর ঢেঁড়শ।
ফাইবারে ভরা ঢেঁড়শে ক্যালরি কম। অপ্রয়োজনীয় ক্যালরি ইনটেক হ্রাস করে ঢেঁড়শ। মধুমেহ রোগে আক্রান্তদের বাড়তি ওজন কমাতে কার্যকর ঢেঁড়শ।
advertisement
8/8
বানানোও খুব সহজ। কয়েক টুকরো ঢেঁড়শ নিন। এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন রাতভর। সকালে ঢেঁড়শের টুকরো বার করে পান করুন ওই জল।
বানানোও খুব সহজ। কয়েক টুকরো ঢেঁড়শ নিন। এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন রাতভর। সকালে ঢেঁড়শের টুকরো বার করে পান করুন ওই জল।
advertisement
advertisement
advertisement