Weekend Trip: নির্জনতাই সঙ্গী, নদী-জঙ্গলে ঘেরা এই জায়গা ঘুরুন নৌকায়, কলকাতার কাছেই পুজোর বেড়ানোর সেরা ঠিকানা

Last Updated:
Weekend Trip: অনেকেই পুজোর সময় একটু অচেনা জায়গায় যেতে পছন্দ করে। শহরের হুড়োহুড়ি থেকে বাঁচতে বেড়াতে গিয়েও হুড়োহুড়ির মধ্যে পড়তে চান না তাঁরা একটু অফবিট লোকেশনের খোঁজে থাকেন। এমন লোকেশনের অভাব নেই সুন্দরবনে।
1/5
*অনেকেই পুজোর সময় একটু অচেনা জায়গায় যেতে পছন্দ করে। শহরের হুড়োহুড়ি থেকে বাঁচতে বেড়াতে গিয়েও হুড়োহুড়ির মধ্যে পড়তে চান না তাঁরা একটু অফবিট লোকেশনের খোঁজে থাকেন। এমন লোকেশনের অভাব নেই সুন্দরবনে। আর কয়েকদিন বাদে বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো। প্রতিবেদনঃ সুমন সাহা। সংগৃহীত ছবি। 
*অনেকেই পুজোর সময় একটু অচেনা জায়গায় যেতে পছন্দ করে। শহরের হুড়োহুড়ি থেকে বাঁচতে বেড়াতে গিয়েও হুড়োহুড়ির মধ্যে পড়তে চান না তাঁরা একটু অফবিট লোকেশনের খোঁজে থাকেন। এমন লোকেশনের অভাব নেই সুন্দরবনে। আর কয়েকদিন বাদে বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো। প্রতিবেদনঃ সুমন সাহা। সংগৃহীত ছবি। 
advertisement
2/5
*ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোয় ঘোরার প্রস্তুতি। বর্ষার মন্দা কাটিয়ে পুজোর মরশুমেই শুরু হয় পর্যটনের মরশুম। তার জন্য এখন থেকেই বুকিং শুরু হয়ে গিয়েছে। সুন্দরবনের একাধিক জনপ্রিয় জায়গার। তার মধ্যে অন্যতম সুন্দরবনের কৈখালি। সংগৃহীত ছবি। 
*ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোয় ঘোরার প্রস্তুতি। বর্ষার মন্দা কাটিয়ে পুজোর মরশুমেই শুরু হয় পর্যটনের মরশুম। তার জন্য এখন থেকেই বুকিং শুরু হয়ে গিয়েছে। সুন্দরবনের একাধিক জনপ্রিয় জায়গার। তার মধ্যে অন্যতম সুন্দরবনের কৈখালি। সংগৃহীত ছবি। 
advertisement
3/5
*প্রাকৃতিক সৌন্দর্যের কাছে নদী, নির্জনতা ও অরণ্যের কোলে যেতে কার না ভাল লাগে। কীভাবে যাবেন জেনে নিন শিয়ালদহ থেকে নামখানা জয়নগর মাজিলপুর স্টেশন নামতে হবে, যার সময় লাগে ১:৩০ দেড় ঘণ্টার মতো। তারপর সেখান থেকে টেম্পো করে জামতলা ও জামতলা থেকে অটো করে গন্তব্যস্তল কৈখালি। সংগৃহীত ছবি। 
*প্রাকৃতিক সৌন্দর্যের কাছে নদী, নির্জনতা ও অরণ্যের কোলে যেতে কার না ভাল লাগে। কীভাবে যাবেন জেনে নিন শিয়ালদহ থেকে নামখানা জয়নগর মাজিলপুর স্টেশন নামতে হবে, যার সময় লাগে ১:৩০ দেড় ঘণ্টার মতো। তারপর সেখান থেকে টেম্পো করে জামতলা ও জামতলা থেকে অটো করে গন্তব্যস্তল কৈখালি। সংগৃহীত ছবি। 
advertisement
4/5
*ডানদিকে কাটামারীর অপরূপ দৃশ্য। শান্ত প্রকৃতি, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে চারিদিকে তার মধ্যে রয়েছে রামকৃষ্ণ মন্দির ও আশ্রম। আপনি চাইলে সরকারি যে ট্যুরিজম ওয়েবসাইট আছে সেখান থেকেই এই কৈখালি সরকারি আবাসনে বুকিং করে আসতে পারেন। সেখানেই আপনি থাকা খাওয়া সব রকমের ব্যবস্থা রয়েছে। সংগৃহীত ছবি। 
*ডানদিকে কাটামারীর অপরূপ দৃশ্য। শান্ত প্রকৃতি, বিভিন্ন রকমের ফুল ফুটে আছে চারিদিকে তার মধ্যে রয়েছে রামকৃষ্ণ মন্দির ও আশ্রম। আপনি চাইলে সরকারি যে ট্যুরিজম ওয়েবসাইট আছে সেখান থেকেই এই কৈখালি সরকারি আবাসনে বুকিং করে আসতে পারেন। সেখানেই আপনি থাকা খাওয়া সব রকমের ব্যবস্থা রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
5/5
*যে কয়েকটা দিন থাকবেন ওই কৈখালি ঘাট থেকেই বোর্ড বুকিং করে ঝড়খালি, সুধন্যখালি-সহ আরও কয়েকটি টুরিস্ট স্পট ঘুরে নিতে পারবেন। এত কম খরচে এত সুন্দর মনোরম পরিবেশ আপনি ভাবতেই পারবেন না। তাই পুজোর ছুটিতে কোথায় যাবেন বলে ভাবছেন কোন কিছু না ভেবেই চলে আসতে পারেন কৈখালি। সংগৃহীত ছবি।
*যে কয়েকটা দিন থাকবেন ওই কৈখালি ঘাট থেকেই বোর্ড বুকিং করে ঝড়খালি, সুধন্যখালি-সহ আরও কয়েকটি টুরিস্ট স্পট ঘুরে নিতে পারবেন। এত কম খরচে এত সুন্দর মনোরম পরিবেশ আপনি ভাবতেই পারবেন না। তাই পুজোর ছুটিতে কোথায় যাবেন বলে ভাবছেন কোন কিছু না ভেবেই চলে আসতে পারেন কৈখালি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement