Offbeat Travel: ঘুরে আসুন বিদ্যাং! প্রকৃতির কোলে অফবিট পাহাড়ি স্বর্গ, গেলে ফিরতে ইচ্ছে করবে না...

Last Updated:
Offbeat Travel: বিদ্যাং থেকে লেপচা জাদুঘর, রক্রপং গুম্ফা, লামাহাটা ইকো পার্ক-সহ বেশ কিছু দর্শনীয় স্থানে ঘুরে নেওয়া যায় খুব সহজেই। পাহাড়ের কোলে এক অপূর্ব জায়গা।
1/5
শীতের প্রাক্কালে ঝকঝকে নীল আকাশে উত্তরে দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধা তথা কাঞ্চনজঙ্ঘা পর্বতের! যেন একেবারে সাদা বরফের চাদরে মোড়া অপরূপ দৃশ্য চোখ সরানো দায়। এ সময়টাই পাহাড় কিংবা ডুয়ার্স ঘোড়ার একেবারে মোক্ষম সময়। পকেটের দিকে খেয়াল রেখে মন ভাল করা একটা শান্ত জায়গার খোঁজ রইল। একবার ঘুরে আসুন শান্ত পাহাড়ি স্বর্গ বিদ্যাং থেকে! কালিম্পংয়ের অফবিট ভ্রমণ স্পট এখন পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে।
শীতের প্রাক্কালে ঝকঝকে নীল আকাশে উত্তরে দেখা মিলছে ঘুমন্ত বুদ্ধা তথা কাঞ্চনজঙ্ঘা পর্বতের! যেন একেবারে সাদা বরফের চাদরে মোড়া অপরূপ দৃশ্য চোখ সরানো দায়। এ সময়টাই পাহাড় কিংবা ডুয়ার্স ঘোড়ার একেবারে মোক্ষম সময়। পকেটের দিকে খেয়াল রেখে মন ভাল করা একটা শান্ত জায়গার খোঁজ রইল। একবার ঘুরে আসুন শান্ত পাহাড়ি স্বর্গ বিদ্যাং থেকে! কালিম্পংয়ের অফবিট ভ্রমণ স্পট এখন পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে।
advertisement
2/5
প্রচলিত ভিড়ভাট্টা থেকে দূরে, প্রকৃতির নীরব সৌন্দর্য আর ধোঁয়াটে পাহাড়ি হাওয়ার টানে এখন নতুন করে পর্যটকদের নজর কেড়ে নিচ্ছে কালিম্পংয়ের অফবিট গন্তব্য বিদ্যাং। প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি মূলত শান্তি এবং প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে ইচ্ছুক ভ্রমণপিপাসুদের জন্য এক আদর্শ স্থান।
প্রচলিত ভিড়ভাট্টা থেকে দূরে, প্রকৃতির নীরব সৌন্দর্য আর ধোঁয়াটে পাহাড়ি হাওয়ার টানে এখন নতুন করে পর্যটকদের নজর কেড়ে নিচ্ছে কালিম্পংয়ের অফবিট গন্তব্য বিদ্যাং। প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি মূলত শান্তি এবং প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে ইচ্ছুক ভ্রমণপিপাসুদের জন্য এক আদর্শ স্থান।
advertisement
3/5
কালিম্পং শহর থেকে প্রায় দেড় ঘণ্টার পথ এই বিদ্যাং। রাস্তার দু’ধারে পাইন, ওক আর বুনো ফুলের সারি।টুকটুক করে মেঘ দৌড়োয় পাহাড়ের গা বেয়ে। শহরের ব্যস্ততা, শব্দদূষণ, ট্রাফিক—সবকিছু যেন এখানে এসে মুহূর্তেই হারিয়ে যায়।এখানকার অন্যতম আকর্ষণ হল মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ।
কালিম্পং শহর থেকে প্রায় দেড় ঘণ্টার পথ এই বিদ্যাং। রাস্তার দু’ধারে পাইন, ওক আর বুনো ফুলের সারি।টুকটুক করে মেঘ দৌড়োয় পাহাড়ের গা বেয়ে। শহরের ব্যস্ততা, শব্দদূষণ, ট্রাফিক—সবকিছু যেন এখানে এসে মুহূর্তেই হারিয়ে যায়।এখানকার অন্যতম আকর্ষণ হল মাউন্ট কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ।
advertisement
4/5
ভোরের আলোয় বরফে মোড়া পাহাড়ের সোনালি আভা দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকেরা। বিদ্যাং-এ থাকার ব্যবস্থা সাধারণত হোমস্টে-ভিত্তিক। স্থানীয় মানুষদের আতিথেয়তাই এখানে ভ্রমণ অভিজ্ঞতার প্রধান সৌন্দর্য। অর্গানিক শাকসবজি, বাড়িতে তৈরি গরম খাবার, কাঠের আগুনের ধারে গল্প—সব মিলিয়ে যেন পুরোনো দিনের পাহাড়ি জীবনের স্বাদ মেলে।
ভোরের আলোয় বরফে মোড়া পাহাড়ের সোনালি আভা দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকেরা। বিদ্যাং-এ থাকার ব্যবস্থা সাধারণত হোমস্টে-ভিত্তিক। স্থানীয় মানুষদের আতিথেয়তাই এখানে ভ্রমণ অভিজ্ঞতার প্রধান সৌন্দর্য। অর্গানিক শাকসবজি, বাড়িতে তৈরি গরম খাবার, কাঠের আগুনের ধারে গল্প—সব মিলিয়ে যেন পুরোনো দিনের পাহাড়ি জীবনের স্বাদ মেলে।
advertisement
5/5
বিদ্যাং থেকে লেপচা জাদুঘর, রক্রপং গুম্ফা, লামাহাটা ইকো পার্ক-সহ বেশ কিছু দর্শনীয় স্থানে ঘুরে নেওয়া যায় খুব সহজেই। ট্রেকিং প্রেমীদের জন্য রয়েছে ছোট ছোট জঙ্গল পথ, যেখানে হাঁটলেই শুনতে পাওয়া যায় কেবল পাখির ডাক আর বাতাসের শব্দ। স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের কথায়, “যারা সত্যিই শান্তি খুঁজতে চান, বিদ্যাং তাদের জন্য।” সোশ্যাল মিডিয়ায় ছবির মাধ্যমে দ্রুত জনপ্রিয়তাও বাড়ছে এই অফবিট গন্তব্যের। নিঃশব্দ পাহাড়ের কোলে, মেঘের সঙ্গতে কয়েকটা দিন...বিদ্যাং ভ্রমণ মানে ঠিক এটাই!
বিদ্যাং থেকে লেপচা জাদুঘর, রক্রপং গুম্ফা, লামাহাটা ইকো পার্ক-সহ বেশ কিছু দর্শনীয় স্থানে ঘুরে নেওয়া যায় খুব সহজেই। ট্রেকিং প্রেমীদের জন্য রয়েছে ছোট ছোট জঙ্গল পথ, যেখানে হাঁটলেই শুনতে পাওয়া যায় কেবল পাখির ডাক আর বাতাসের শব্দ। স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের কথায়, “যারা সত্যিই শান্তি খুঁজতে চান, বিদ্যাং তাদের জন্য।” সোশ্যাল মিডিয়ায় ছবির মাধ্যমে দ্রুত জনপ্রিয়তাও বাড়ছে এই অফবিট গন্তব্যের। নিঃশব্দ পাহাড়ের কোলে, মেঘের সঙ্গতে কয়েকটা দিন...বিদ্যাং ভ্রমণ মানে ঠিক এটাই!
advertisement
advertisement
advertisement