Oats For Weight Loss: মেদ কমাতে ওটস খাচ্ছেন? কাঁচা না রান্না করা, কী ভাবে খেলে বেশি তাড়তাড়ি ওজন কমবে? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চটজলদি ওজন ঝরাতে অনেকেই ভাত বা রুটির বদলে ওটস খান। কিন্তু কাঁচা না রান্না করা, কীভাবে ওটস খেলে বেশি তাড়াতাড়ি ওজন কমবে? পড়ুন
advertisement
advertisement
advertisement
কাঁচা ওটস খেলে কোষ্ঠকাঠিন্য কমে। তবে কাঁচা ওটসে ফাইটিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে। এই অ্যাসিড শরীরে বিভিন্ন রকম খনিজ শোষণে বাধা দেয়। তবে ওটস রান্না না করে, সারা রাত জলে ভিজিয়ে রেখে দিলে ওটসের মধ্যে থাকা স্টার্চ জাতীয় পদার্থ ভেঙে যায় এবং প্রাকৃতিক ফাইটিক অ্যাসিডের মাত্রা কমে। ফলে শরীরে ওটসের পুষ্টিগুণ বেশি পরিমাণে শোষিত হয়। রান্না করা ওটসের তুলনায় জলে ভিজিয়ে রেখে ওটস খেলে তা হজম করতে বেশি সুবিধা হয়।
advertisement
advertisement