North Bengal Food Recipe: তেল নয়, রসুন আর লঙ্কাই ম্যাজিক! রইল উত্তরের সজনে পাতার 'পেলকা'- র রেসিপি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
প্রথমে কড়াইতে তেল ছাড়া রসুন ও কাঁচালঙ্কা শুকনো ভেজে নিতে হয়। তারপর এক বাটি জলে সামান্য খাওয়ার সোডা মিশিয়ে, সেই জলে ভাজা রসুন-লঙ্কার মিশ্রণ ঢেলে দিতে হয়।
advertisement
advertisement
রান্নার পদ্ধতি: প্রথমে কড়াইতে তেল ছাড়া রসুন ও কাঁচালঙ্কা শুকনো ভেজে নিতে হয়। তারপর এক বাটি জলে সামান্য খাওয়ার সোডা মিশিয়ে, সেই জলে ভাজা রসুন-লঙ্কার মিশ্রণ ঢেলে দিতে হয়। পরিষ্কার করা সজনে পাতা তাতে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয় সজনে পাতার এই পদ। শেষে জল একটু শুকিয়ে নিলে প্রস্তুত এই স্বাদে ভরপুর পদ।
advertisement
advertisement
