৪৫ ডিগ্রি গরমেও ফ্যান চালাতে হবে না! AC বা কুলার ছাড়াই ঘর হবে 'বরফের মতো' ঠান্ডা...করুন এই ছোট্ট কাজ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Summer Cooling Tips: প্রচণ্ড গরমেও কীভাবে এসি বা কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখা যায়, তা করে দেখিয়েছেন রাঁচির জুলি গুপ্ত। এক টাকাও খরচ হবে না! শুধু করুন এই কাজ।
রাজ্যজুড়ে পারদ চড়ছে! শহরে তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। অনেকেই এসি বা কুলারের আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন। কিন্তু সবসময় কি তা সম্ভব? সবার সামর্থ্য কই? তাই বলে গরমে কষ্ট পাবেন? একদমই না। পরিবেশবান্ধব উপায়েও ঘর ঠান্ডা রাখাও সম্ভব, জানেন সেই সহজ পদ্ধতি? এক টাকাও খরচ হবে না। (Representative Image: AI)
advertisement
advertisement
রাঁচির আপার বাজার এলাকার বাসিন্দা জুলি নিজের বাড়িকে এমনভাবে গড়ে তুলেছেন, যেখানে ঘরের প্রতিটি কোণ গাছপালায় ঘেরা। তাঁর বাড়ির ছাদ থেকে সিঁড়ি, শোবার ঘর থেকে বসার ঘর—প্রত্যেকটি জায়গাতেই রয়েছে সবুজের ছোঁয়া। ফলে বাইরে যখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়েছে, তখনও তাঁর ঘরের ভিতরের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি কম থাকে। এমনকী কখনও কখনও ফ্যান চালানোরও প্রয়োজন পড়ে না। (Representative Image: AI)
advertisement
গাছই ঘরের প্রকৃত বন্ধু ঘরের বারান্দা, ছাদ, এমনকি জানলার ধারেও গাছ রাখুন। মানিপ্লান্ট, জবা, আর গুড লাক প্ল্যান্টের মতো ইনডোর গাছ তাপ শোষণ করে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। বড় টব বা হ্যাঙ্গিং পট ব্যবহার করলে জায়গাও বাঁচে। 🪴 ছাদে গাছ লাগান বা গ্রিন রুফ তৈরি করুন ছাদে গাছ থাকলে সরাসরি রোদ পড়ে না। এতে ঘরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম থাকে। চাইলে কৃত্রিম ঘাস বা গ্রিন শেডও ব্যবহার করতে পারেন। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সব মিলিয়ে লক্ষ্য একটাই: কৃত্রিম নয়, প্রাকৃতিক ঠান্ডা। রাঁচির জুলি গুপ্তর মতো অনেকেই এখন এসি বা কুলার ছাড়াই দিব্যি কাটিয়ে দিচ্ছেন গরমকাল। শুধু প্রয়োজন একটু যত্ন আর সচেতন পরিকল্পনা। পরিবেশবান্ধব জীবনযাপনের জন্য এ এক সুন্দর পদক্ষেপ। গরমে জ্বলতে থাকা শহরে এমন একটা ঘর তৈরি করা সম্ভব—যেটা হবে আপনার নিজস্ব প্রাকৃতিক কুলার। (Representative Image: AI)