NIPAH Virus: সর্বত্র মাস্ক পরার দরকার নেই, হাসপাতালে গেলেই মাস্ক পরুন! আতঙ্কিত না হওয়ার পরামর্শ আইসিএমআর-এর অধিকর্তার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে৷ নমুনা আসলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করার পরিকাঠামো প্রস্তুত রয়েছে৷ ২৪ ঘণ্টা রাউন্ড দ্য ক্লক কেন্দ্র রাজ্যের যৌথ টিম কাজ করে চলেছে বলে জানিয়েছেন তিনি৷
নিপা ভাইরাসের আতঙ্কে কার্যত কাঁপছে গোটা বাংলা৷ ইতিমধ্যেই ভেন্টিলেশনে রয়েছেন দুই নিপা আক্রান্ত নার্স৷ নিপা আক্রান্ত সন্দেহে আরও একজনকে নিয়ে আসা হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে৷ বিশেষজ্ঞেরা জানিয়েছেন, কাঁচা খেজুরের রস, তালের রস, কলা, পাকা পেঁপের মতো ফল আপাতত এড়িয়ে চলতে৷ আর কী কী সাবধানতা অবলম্বন করতে হবে?
advertisement
advertisement
তিনি বলেন, সমস্ত সরকারি,বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠিয়েছে৷ দ্রুত দুজন রোগীকে চিহ্নিত করা গেছে এবং সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য৷ এখনই সর্বত্র মাস্ক পড়ার প্রয়োজনীয়তা নেই৷ একমাত্র হাসপাতালে গেলে সেখানে মাস্ক পড়ে যাওয়াই বাঞ্ছনীয়৷ অকারণে হাসপাতালে ঘোরাঘুরি না করাই ভাল৷ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷
advertisement
advertisement
কী এই নিপা ভাইরাস? বাদুড় থেকে তা কী ভাবে ছড়ায় মানুষের মধ্যে? নিপা ভাইরাস বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায় দূষিত খাবারের মাধ্যমে (যেমন কাঁচা খেজুরের রস বা বাদুড়ের মূত্র/লালাযুক্ত ফল), সংক্রামিত প্রাণির (বাদুড়, শূকর ইত্যাদি) সাথে সরাসরি যোগাযোগ বা তাদের তরল পদার্থ (রক্ত, লালারস) থেকে সংক্রমিত হয়৷







