Neem-Health Care: রোজ সকালে এক চামচ নিমপাতার রস খান! কান্ড দিয়ে দাঁত মাজুন! ফল পাবেন হাতে-নাতে! চিকিৎসকের মত জানুন

Last Updated:
Neem-Health Care: ভেষজ গুণে ভরা নিম! ভাবতেও পারছেন একা নিম কীভাবে বদলে দিতে পারে আপনার জীবন! জানুন
1/6
নিম হল একটি ঔষধি গাছ। বিজ্ঞানসম্মত নাম Azadirachta indica এই গাছের পাতা ডালপালা রস প্রায় সবকিছু মানুষের কাজে লাগে।
নিম হল একটি ঔষধি গাছ। বিজ্ঞানসম্মত নাম Azadirachta indica এই গাছের পাতা ডালপালা রস প্রায় সবকিছু মানুষের কাজে লাগে।
advertisement
2/6
ডা: শক্তিপদ ঘোষ জানান, নিম তিনটি ক্ষেত্রে দারুণ উপকারী। চর্মরোগ সারাতে নিমের জুড়ি মেলা ভার। সুগার পেশেন্টের জন্য উপকারী গুণ রয়েছে নিমে। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে নিম কাজ করে। অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি প্রোটোজোয়াল নিম।
ডা: শক্তিপদ ঘোষ জানান, নিম তিনটি ক্ষেত্রে দারুণ উপকারী। চর্মরোগ সারাতে নিমের জুড়ি মেলা ভার। সুগার পেশেন্টের জন্য উপকারী গুণ রয়েছে নিমে। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে নিম কাজ করে। অ্যান্টি ফাঙ্গাস ও অ্যান্টি প্রোটোজোয়াল নিম।
advertisement
3/6
সুগারের ক্ষেত্রে নিম পাতাকে শুকিয়ে চূর্ণ করে ব্যবহার করতে হবে। এক চামচ করে খাবার পর ব্যবহার করা যেতে পারে। অথবা পাতার রস বের করে সকালে বিকালে এক চামচ খাওয়া যেতে পারে। চুলকানি বা চামড়ার সমস্যার ক্ষেত্রে দারুণ কার্যকরী নিম।
সুগারের ক্ষেত্রে নিম পাতাকে শুকিয়ে চূর্ণ করে ব্যবহার করতে হবে। এক চামচ করে খাবার পর ব্যবহার করা যেতে পারে। অথবা পাতার রস বের করে সকালে বিকালে এক চামচ খাওয়া যেতে পারে। চুলকানি বা চামড়ার সমস্যার ক্ষেত্রে দারুণ কার্যকরী নিম।
advertisement
4/6
নিমপাতা ভাল করে পরিষ্কার করে ধুয়ে থেঁতো করে অথবা হলুদের সঙ্গে থেঁতো করে ব্যবহার করা যেতে পারে।
নিমপাতা ভাল করে পরিষ্কার করে ধুয়ে থেঁতো করে অথবা হলুদের সঙ্গে থেঁতো করে ব্যবহার করা যেতে পারে।
advertisement
5/6
ত্বকে অ্যালার্জির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে শরীরের যেকোন স্থানে একটু ব্যবহার করে দেখা যেতে পারে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্থানে লাগান।
ত্বকে অ্যালার্জির ক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে শরীরের যেকোন স্থানে একটু ব্যবহার করে দেখা যেতে পারে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় স্থানে লাগান।
advertisement
6/6
নিম গাছের ফল বাদে গাছের পাতা ডাল কান্ড সব ব্যবহার হয়। নিম গাছ বাড়িতে রাখলে উপকার পাওয়া যায়। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।
নিম গাছের ফল বাদে গাছের পাতা ডাল কান্ড সব ব্যবহার হয়। নিম গাছ বাড়িতে রাখলে উপকার পাওয়া যায়। অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।
advertisement
advertisement
advertisement