Nayantara Flower Benefits: লক্ষ লক্ষ টাকা খরচ করেও মিলছে না উপকার! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ, খেলেই ম্যাজিক
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Nayantara Flower Benefits: নয়নতারা শুধু বাগান আলো করা ফুল নয়, এটি ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণেও অব্যর্থ। রক্তে শর্করার মাত্রা কমাতে কীভাবে ব্যবহার করবেন এই গাছ? জানুন বিশেষজ্ঞের মতামত
advertisement
নয়নতারা ফুল গাছের পরিচর্যা করতে গেলে কিছু মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হয়। যেমন—আলো, জল, মাটি, সার এবং পোকামাকড় নিয়ন্ত্রণ। এই গাছটি যথাযথ পরিচর্যা পেলে দীর্ঘ সময় ধরে সুরুচিপূর্ণ এবং স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে যার ফলে ফুলের সংখ্যা বাড়ানো যায় এবং গাছটি সুন্দর থাকে। এজন্য প্রাথমিকভাবে গাছটির সঠিক পরিচর্যার বিষয়গুলো জানার গুরুত্ব অপরিসীম।
advertisement
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও কান্দিতে বিক্রি হচ্ছে এই গাছ। শীতের সময় এই গাছের চাহিদা তুঙ্গে বিভিন্ন নার্সারিতে। বিক্রেতাদের কথায়, নয়নতারা গাছের বৈশিষ্ট্য হল এর অত্যন্ত সুঘ্রাণযুক্ত ফুল এবং গাছটির সুন্দর পাতাগুলি। ফুলের পাপড়ি সরল ও সাদা রঙের তবে কিছু জাতের ফুলে হালকা গোলাপী বা হলুদ রংও থাকতে পারে।
advertisement
advertisement
advertisement
বিপদসীমা ছাড়ালেই মধুমেহ। ডায়াবিটিস বা মধুমেহ একা আসে না। তার আস্তিনে লুকিয়ে শরীরে হানা দেয় আরও একাধিক রোগ। এই রোগের নিরাময় তো পুরোপুরি সম্ভব নয়। কিন্তু, যাতে ডায়াবিটিস শরীরে তেমন প্রভাব না ফেলতে পারে তার জন্য রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সবার আগে দরকার। তাই ব্লাড সুগার কী কী উপাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে নিরন্তর চলছে গবেষণা।
advertisement
advertisement







