Nail Polish Tips: বহুদিন নখে থেকে ‌যাবে শখের নেল পলিশ! মেনে চলুন 'ছোট্ট' এই কয়েকটি টিপস

Last Updated:
Nail Polish Tips: নেলপালিশ উঠে যাওয়ার  সমস্যার সমাধানের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে...
1/5
মেয়েদের সাজগোজের মতো অন্যতম হল নেলপলিস। ছোট বড় সকলেই নিজের হাতের নখ সুন্দর দেখাতে রংবেরঙের নেলপলিশ পরে থাকেন। কিন্তু দু তিন দিন বাদে বাদেই তা নখ থেকে উঠে যায়। অনেকের ক্ষেত্রে আবার রং উঠে গিয়ে নখও ফ্যাকাসে হয়ে যায়।
মেয়েদের সাজগোজের মতো অন্যতম হল নেলপলিস। ছোট বড় সকলেই নিজের হাতের নখ সুন্দর দেখাতে রংবেরঙের নেলপলিশ পরে থাকেন। কিন্তু দু তিন দিন বাদে বাদেই তা নখ থেকে উঠে যায়। অনেকের ক্ষেত্রে আবার রং উঠে গিয়ে নখও ফ্যাকাসে হয়ে যায়।
advertisement
2/5
নেলপলিশ দীর্ঘ দিন নখে রাখতে বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান এই নেলপলিশ উঠে যাওয়ার সমস্যার সমাধানের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত ভেজা নখে নেলপলিশ একদম লাগাবেন না। নখ ভেজা থাকলে রং বসতে চায় না। তাছাড়া, দু-একদিন বাদে তা উঠেও যেতে পারে।
নেলপলিশ দীর্ঘ দিন নখে রাখতে বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস জানান এই নেলপলিশ উঠে যাওয়ার সমস্যার সমাধানের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত ভেজা নখে নেলপলিশ একদম লাগাবেন না। নখ ভেজা থাকলে রং বসতে চায় না। তাছাড়া, দু-একদিন বাদে তা উঠেও যেতে পারে।
advertisement
3/5
তাই নেলপলিশ পরার আগে ভাল করে হাত ধুয়ে মুছে নিন। এছাড়াও নেলপলিশ লাগানোর পর হাত ধোবেন না। বরং এককাপ বরফ গলা জলে আঙুল ডুবিয়ে দিন। এতে নেলপলিশ শুকিয়েও যাবে। আর ভাল করে নখেও বসবে।
তাই নেলপলিশ পরার আগে ভাল করে হাত ধুয়ে মুছে নিন। এছাড়াও নেলপলিশ লাগানোর পর হাত ধোবেন না। বরং এককাপ বরফ গলা জলে আঙুল ডুবিয়ে দিন। এতে নেলপলিশ শুকিয়েও যাবে। আর ভাল করে নখেও বসবে।
advertisement
4/5
এছাড়াও নিত্যদিন ঘরের কাজ, যেমন-বাসন মাজা কিংবা কাপড় কাচার মতো কাজ করলেও নেলপলিশ উঠে যায় তাড়াতাড়ি। সেই সমস্যা থেকে মুক্তি পেতে গ্লাভস পরে কাজ করুন। এতে হাতের ত্বকও মোলায়েম থাকবে।
এছাড়াও নিত্যদিন ঘরের কাজ, যেমন-বাসন মাজা কিংবা কাপড় কাচার মতো কাজ করলেও নেলপলিশ উঠে যায় তাড়াতাড়ি। সেই সমস্যা থেকে মুক্তি পেতে গ্লাভস পরে কাজ করুন। এতে হাতের ত্বকও মোলায়েম থাকবে।
advertisement
5/5
বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস আরও জানান ত্বকের ক্ষেত্রে সানস্ক্রিন যেমন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে তেমনি নেলপালিশ লাগানোর আগে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন দিনে অন্তত দুবার হ্যান্ড ক্রিম লাগানোর অভ্যেস থাকলে নখ আর্দ্র থাকে ফলে নেলপলিশ লাগালে দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
বিউটি এক্সপার্ট প্রিয়াঙ্কা দাস আরও জানান ত্বকের ক্ষেত্রে সানস্ক্রিন যেমন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে তেমনি নেলপালিশ লাগানোর আগে হ্যান্ড ক্রিম লাগিয়ে নিন দিনে অন্তত দুবার হ্যান্ড ক্রিম লাগানোর অভ্যেস থাকলে নখ আর্দ্র থাকে ফলে নেলপলিশ লাগালে দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
advertisement
advertisement
advertisement