Nail Polish Care: নেল পলিশ লাগানোর দু’দিনের মধ্যেই উঠে যাচ্ছে রং? নখের এই গোপন ভুলগুলোই আসল অপরাধী!

Last Updated:
Nail Polish Care: নেল পলিশ লাগানোর পর মাত্র এক–দু’দিনের মধ্যেই রং উঠে যাচ্ছে? অনেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। দামি ব্র্যান্ডের পলিশ ব্যবহার করলেও যদি অল্প সময়েই খসে পড়ে, তাহলে এর পেছনে থাকতে পারে আপনারই কিছু অজানা ভুল অভ্যাস।
1/6
নেল পলিশ লাগানোর পর মাত্র এক–দু’দিনের মধ্যেই রং উঠে যাচ্ছে? অনেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। দামি ব্র্যান্ডের পলিশ ব্যবহার করলেও যদি অল্প সময়েই খসে পড়ে, তাহলে এর পেছনে থাকতে পারে আপনারই কিছু অজানা ভুল অভ্যাস।
নেল পলিশ লাগানোর পর মাত্র এক–দু’দিনের মধ্যেই রং উঠে যাচ্ছে? অনেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। দামি ব্র্যান্ডের পলিশ ব্যবহার করলেও যদি অল্প সময়েই খসে পড়ে, তাহলে এর পেছনে থাকতে পারে আপনারই কিছু অজানা ভুল অভ্যাস।
advertisement
2/6
বিউটি এক্সপার্টদের মতে, নেল পলিশ দ্রুত উঠে যাওয়ার মূল কারণ নখের প্রস্তুতি ঠিকভাবে না হওয়া। পলিশ লাগানোর আগে যদি নখে তেল, ময়লা বা ক্রিম লেগে থাকে, তাহলে রং ঠিকমতো বসে না। ফলে খুব দ্রুত পিলিং বা চিপিং শুরু হয়।
বিউটি এক্সপার্টদের মতে, নেল পলিশ দ্রুত উঠে যাওয়ার মূল কারণ নখের প্রস্তুতি ঠিকভাবে না হওয়া। পলিশ লাগানোর আগে যদি নখে তেল, ময়লা বা ক্রিম লেগে থাকে, তাহলে রং ঠিকমতো বসে না। ফলে খুব দ্রুত পিলিং বা চিপিং শুরু হয়।
advertisement
3/6
এছাড়াও অনেকেই বেস কোট ব্যবহার করেন না, যা নখের উপর একটি সুরক্ষার স্তর তৈরি করে। বেস কোট না দিলে পলিশ সরাসরি নখের সঙ্গে ঠিকভাবে আটকে থাকতে পারে না। একইভাবে, টপ কোট না লাগালে পলিশের স্থায়িত্ব অনেক কমে যায়।
এছাড়াও অনেকেই বেস কোট ব্যবহার করেন না, যা নখের উপর একটি সুরক্ষার স্তর তৈরি করে। বেস কোট না দিলে পলিশ সরাসরি নখের সঙ্গে ঠিকভাবে আটকে থাকতে পারে না। একইভাবে, টপ কোট না লাগালে পলিশের স্থায়িত্ব অনেক কমে যায়।
advertisement
4/6
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ভেজা নখে পলিশ লাগানো, খুব তাড়াতাড়ি একের পর এক মোটা স্তর দেওয়া, বা সম্পূর্ণ শুকানোর আগেই হাতে জল লাগানো—এই অভ্যাসগুলিও নেইল পলিশ দ্রুত উঠে যাওয়ার বড় কারণ।
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ভেজা নখে পলিশ লাগানো, খুব তাড়াতাড়ি একের পর এক মোটা স্তর দেওয়া, বা সম্পূর্ণ শুকানোর আগেই হাতে জল লাগানো—এই অভ্যাসগুলিও নেইল পলিশ দ্রুত উঠে যাওয়ার বড় কারণ।
advertisement
5/6
শুধু তাই নয়, দৈনন্দিন কাজকর্মেও সমস্যা বাড়ে। বারবার জল, ডিটারজেন্ট বা কেমিক্যালের সংস্পর্শে এলে নখের উপর থাকা রং দুর্বল হয়ে পড়ে। তাই ঘরের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শুধু তাই নয়, দৈনন্দিন কাজকর্মেও সমস্যা বাড়ে। বারবার জল, ডিটারজেন্ট বা কেমিক্যালের সংস্পর্শে এলে নখের উপর থাকা রং দুর্বল হয়ে পড়ে। তাই ঘরের কাজ করার সময় গ্লাভস ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
6/6
নেল পলিশ দীর্ঘদিন ভাল রাখতে চাইলে নখ পরিষ্কার ও শুকনো রাখা, পাতলা স্তরে পলিশ লাগানো এবং সঠিক বেস ও টপ কোট ব্যবহার করা জরুরি। একটু যত্ন নিলেই এই সমস্যার সমাধান সম্ভব বলে মত বিউটি বিশেষজ্ঞদের।
নেল পলিশ দীর্ঘদিন ভাল রাখতে চাইলে নখ পরিষ্কার ও শুকনো রাখা, পাতলা স্তরে পলিশ লাগানো এবং সঠিক বেস ও টপ কোট ব্যবহার করা জরুরি। একটু যত্ন নিলেই এই সমস্যার সমাধান সম্ভব বলে মত বিউটি বিশেষজ্ঞদের।
advertisement
advertisement
advertisement