শরীরি মিলনের আগে আমার স্বামী Tiktokএ সেক্সি মেয়েদের ভিডিও দেখে... এই নিয়ে খুবই অসুবিধা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কী মত বিশেশজ্ঞদের জেনে নিন
ভারতীয় সমাজ এতটাই রক্ষণশীল যে এখানে একটা নির্দিষ্ট এক্তিয়ার রয়েছে শুধু যেটুকুর মধ্যেই যৌনতা বা শারীরিক মিলন সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয় ৷ ফলে বেশিরভাগ মানুষের মধ্যেই এত বিষয়টা নিয়ে প্রকৃত ধারণা নেই ৷ আর ভুল ধারণা নিয়ে আজীবন তাঁরা চলতে থাকেন ৷ কিন্তু সময় এসেছে তার থেকে বেরিয়ে আসার ৷ Photo- Representive
পিরিয়ডস মানেই ভারতীয় সমাজে একটা ছুৎমার্গ ৷ এই করা যাবে না ওই করা যাবে না এই সব নিয়মের বেড়াজালে আটকে থাকে জীবন ৷ এই অবস্থায় যৌন মিলন নিয়েও বেশ কিছু প্রশ্ন থাকে ৷ কিন্তু কাউকে সেটা করাও যায় না ৷ বিশেষত মহিলারা এই সময় যেহেতু বিশেষ শারীরিক যন্ত্রনার মধ্যে দিয়ে যান তাই তাঁরাও যৌন মিলনে বিশেষ আগ্রহী হন না ৷ Photo - Representive Image