Motton Benefits: কারা নিশ্চিন্তে মটন খেতে পারেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চমকে দেওয়া তথ্য! রবিবার দুপুরে আরামে খান
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Healthy Food: শরীরের কারণে, অনেকের বাড়িতে পাঠা (রেড মিট) এখন খুব কম হয়, কিন্তু....
রবিবারের দুপুর মানেই পাতে থাকতে হবে মাংস-ভাত৷ মাংস মানে মটন, বা পাঠার মাংস৷ বাঙালীর নানা মটন পদ রয়েছে, যার মধ্যে আলু দিয়ে মটনের পাতলা ঝোল, রবিবারের জন্য পারফেক্ট৷ দুপুরে খেয়ে একটা লম্বা ভাত ঘুম! জমে যাবে ছুটির দিন৷ সপ্তাহান্তের একটি বা যদি দুদিনও ছুটি থাকে তাহলেও রবিবারটাই হয় স্পেশাল ৷ সবাই মিলে একসঙ্গে লাঞ্চের মজাই আলাদা ৷
advertisement
বাঙালির প্রিয় কচি পাঠার ঝোল হোক বা কসা, খাসা এই ডিসে পেট মন সবই ভরে ৷ তবে অনেকের বাড়িতে পাঠা (রেড মিট) এখন কদাচিত হয়ে থাকে ৷ এক, পাঠার মাংসের দাম অনেকটাই বেশি (৮০০-৮৫০ টাকা প্রতি কেজি), দুই, টেস্টে বেস্ট হলেও খাদ্যগুণে মুরগির থেকে অনেক অংশে পিছিয়ে ৷ বাড়িতে রেট মিট না খাওয়া বা আনার পিছনে দ্বিতীয় কারণটাই অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব পায় ৷ তবে গবেষণা বলছে পাঠার গুণ নেহাত কম নয় ! খেতেও যেমন সুস্বাদু, গুণেও তেমন ভরপর বাঙালির প্রিয় পাঠার মাংস !(Photo Collected)
advertisement
১) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে স্যাচুরেটেড ফ্যাট যেমন হার্টের সমস্যা বাড়িয়ে তোলে তেমনই আনস্যাচুরেটেড ফ্যাট শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং তাতে শরীর থাকে সুস্থ ৷ পাঠার মাংসে আনস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি, তাই হার্টের উপকার হয় এই মাংস খেলে ৷ (Photo Collected)
advertisement
advertisement
advertisement
advertisement