Veg Mutton Curry Recipe: নিরামিষ পাঁঠার মাংসে দিতে হয় ‘এই’ একটা মশলা...তাতেই মাত স্বাদে-গন্ধে! জানুন সিক্রেট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নিরামিষ মাংসের ঝোলে ইচ্ছে হলে আলুও দিতে পারেন৷ সেক্ষেত্রে আলু আগে থেকে ভেজে নিতে হবে এবং মাংসে জল দেওয়ার সময় যোগ করে দিতে হবে৷ মাংস সেদ্ধ হয়ে গেল অল্প ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নন নিরামিষ পাঁঠার মাংস৷ ইচ্ছে হলে কাঁচা নামানোর খানিক আগে কাঁচা লঙ্কা চিরে, অল্প কাঁচা সরষের তেলও দিতে পারেন৷
advertisement
advertisement
১ কেজি মাংস নিয়ে তাতে ১০ গ্রাম মতো নুন ভাল করে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন৷ বেশি নুন দেবেন না, কারণ, মাংস কষার সময় আবার আমরা নুন দেব৷ এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল নিয়ে মাংসগুলো হাল্কা বাদামি করে ভেজে নিন৷ তেল গরম করে নেওয়ার পরে আঁচ সবসময় কমিয়েই রান্না করবেন৷ প্রথম থেকেই আঁচ বেশি রাখলে মাংস শক্ত হয়ে যেতে পারে৷
advertisement
advertisement
অন্য একটা জায়গায় কয়েকটা শুকনো লঙ্কা জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিন৷ গোটা ধনে এবং গোটা জিরেও জলে ভিজিয়ে বেটে নিতে হবে৷ গোটা মশলা না বেটে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন৷ কিন্তু, বাটা মশলায় স্বাদ আসবে বেশি৷ দারুচিনি, ৫-৬টা ছোট এলাচ, লবঙ্গও বেটে নিন৷ অথবা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement