Mulberry Health Benefits: কোষ্ঠকাঠিন্য, কৃমি, জ্বর, সর্দি-কাশি-সহ বহু রোগে দারুণ কাজের এই ফল

Last Updated:
Mulberry Health Benefits: ঠান্ডা লাগা জ্বর থেকে পিত্তনাশ, যেকোনও রোগের সমাধান এই সুস্বাদু ফল! জানুন বিশেষজ্ঞের মত
1/6
কোষ্ঠকাঠিন্য নিয়ে চিন্তা? জ্বর কফ এর সমস্যা? এখন সব সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। বাড়িতে লাগাতে পারেন এই গাছ। এই ফলের গুণ অবাক করবে
কোষ্ঠকাঠিন্য নিয়ে চিন্তা? জ্বর কফ এর সমস্যা? এখন সব সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। বাড়িতে লাগাতে পারেন এই গাছ। এই ফলের গুণ অবাক করবে
advertisement
2/6
মালবেরি বা প্রচলিত অর্থে তুঁতেই হবে সব সমস্যার সমাধান।তুঁত ফল বা মালবেরি স্বাস্থ্যের পক্ষে উপকারী।তুতেঁর লালচে কালো ফল খুবই রসালো, নরম, মিষ্টি,টক ও সুস্বাদু হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা তুঁত ফল উপকারী।
মালবেরি বা প্রচলিত অর্থে তুঁতেই হবে সব সমস্যার সমাধান।তুঁত ফল বা মালবেরি স্বাস্থ্যের পক্ষে উপকারী।তুতেঁর লালচে কালো ফল খুবই রসালো, নরম, মিষ্টি,টক ও সুস্বাদু হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা তুঁত ফল উপকারী।
advertisement
3/6
এ ছাড়া পাকা ফলের টক-মিষ্টি রস বায়ু ও পিত্তনাশক, দাহনাশক, কফনাশক ও জ্বরনাশক হিসেবে ব্যবহৃত হয়। এমনই মত বিশেষজ্ঞদের।
এ ছাড়া পাকা ফলের টক-মিষ্টি রস বায়ু ও পিত্তনাশক, দাহনাশক, কফনাশক ও জ্বরনাশক হিসেবে ব্যবহৃত হয়। এমনই মত বিশেষজ্ঞদের।
advertisement
4/6
ঠান্ডা লেগে জ্বর কিংবা কাশি হলে তুঁত গাছের ফল অত্যন্ত উপকারী ফল। তুঁত গাছের ছাল ও শিকড়ের রস কৃমিনাশক।
ঠান্ডা লেগে জ্বর কিংবা কাশি হলে তুঁত গাছের ফল অত্যন্ত উপকারী ফল। তুঁত গাছের ছাল ও শিকড়ের রস কৃমিনাশক।
advertisement
5/6
স্থানভেদে ভিন্ন ধরনের তুঁত দেখা যায় ।যার ফল সাদা বর্ণের, পাকলে হয় হালকা গোলাপী সাদা। এ ফল টক তেমন নয়, স্বাদে খুব মিষ্টি ও রসালো।
স্থানভেদে ভিন্ন ধরনের তুঁত দেখা যায় ।যার ফল সাদা বর্ণের, পাকলে হয় হালকা গোলাপী সাদা। এ ফল টক তেমন নয়, স্বাদে খুব মিষ্টি ও রসালো।
advertisement
6/6
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, দেখতে খুব সুন্দর। স্বাদেও বেশ। তবে প্রাথমিকভাবে কোনও রোগ চিকিৎসায় গুরত্বপূর্ণ। তাই বাড়িতে লাগানো এই গাছের ফল ব্যবহার করতে পারেন। (তথ্য: রঞ্জন চন্দ)
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, দেখতে খুব সুন্দর। স্বাদেও বেশ। তবে প্রাথমিকভাবে কোনও রোগ চিকিৎসায় গুরত্বপূর্ণ। তাই বাড়িতে লাগানো এই গাছের ফল ব্যবহার করতে পারেন। (তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement