Weekend Trip From Kolkata: হাতে দু’দিনের ছুটি? বৃষ্টি উপভোগ করতে চান? আপনার অপেক্ষায় জল-জঙ্গল-পাহাড় ঘেরা রাঙামাটির দেশ মুকুটমণিপুর

Last Updated:
Mukutmanipur Tourism: ২০১৪ সালে উদ্বোধন করা হয় মুসাফিরানা ভিউ পয়েন্টের। তৎকালীন বাঁকুড়া জেলাশাসক এই দৃষ্টিনন্দন ভিউ পয়েন্টটির উদ্বোধন করেন।
1/6
মুকুটমণিপুর ঘুরতে এসেছেন, তাহলে চলে আসুন এই জায়গায় যেখান থেকে দেখতে পাবেন গোটা বাঁধটি ।
মুকুটমণিপুর ঘুরতে এসেছেন, তাহলে চলে আসুন এই জায়গায় যেখান থেকে দেখতে পাবেন গোটা বাঁধটি।
advertisement
2/6
তৎকালীন বাঁকুড়ার জেলাশাসক এই দৃষ্টিনন্দন ভিউ পয়েন্টটির উদ্বোধন করেন। আজ পেরিয়েছে প্রায় দশটি বছর। সমান হারে বাড়ছে মুসাফিরানার জনপ্রিয়তা।
তৎকালীন বাঁকুড়ার জেলাশাসক এই দৃষ্টিনন্দন ভিউ পয়েন্টটির উদ্বোধন করেন। আজ পেরিয়েছে প্রায় দশটি বছর। সমান হারে বাড়ছে মুসাফিরানার জনপ্রিয়তা।
advertisement
3/6
এই ভিউ পয়েন্টে সংযোজন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠের প্রতিটি পাতার চিত্রগুলি।
এই ভিউ পয়েন্টে সংযোজন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠের প্রতিটি পাতার চিত্রগুলি।
advertisement
4/6
এরফলে ছোট ছোট কচিকাঁচারাও আকৃষ্ট হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টের দিকে।মাত্র ১০ টাকার টিকিটে আপনি উপভোগ করতে পারবেন এই মুসাফিরানা ভিউ পয়েন্ট।
এরফলে ছোট ছোট কচিকাঁচারাও আকৃষ্ট হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টের দিকে।মাত্র ১০ টাকার টিকিটে আপনি উপভোগ করতে পারবেন এই মুসাফিরানা ভিউ পয়েন্ট।
advertisement
5/6
পর্যটক সুলগ্না চ্যাটার্জি বলেন, এই বর্ষায় মুকুটমণিপুর হল একটি পারফেক্ট উইক এন্ড ডেস্টিনেশন।
পর্যটক সুলগ্না চ্যাটার্জি বলেন, এই বর্ষায় মুকুটমণিপুর হল একটি পারফেক্ট উইক এন্ড ডেস্টিনেশন।
advertisement
6/6
এখানে মুসাফিরানা বাদেও রয়েছে কংসাবতী ড্যামে নৌকো বিহার, পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির, অম্বিকানগর রাজবাড়ি।
এখানে মুসাফিরানা বাদেও রয়েছে কংসাবতী ড্যামে নৌকো বিহার, পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির, অম্বিকানগর রাজবাড়ি।
advertisement
advertisement
advertisement