Most Poisonous Plants: ভয়ঙ্কর বিষে টইটম্বুর এই গাছগুলি, বিষের তেজ সাপের থেকেও বেশি! এক ছোঁয়াতেই ছবি হতে পারেন আপনিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Most Poisonous Plants: সাপের বিষ থেকেও ভয়ংকর কিছু গাছ রয়েছে, যেগুলির পাতা, ফল বা রস শরীরের সংস্পর্শে এলেই মৃত্যু ঘটাতে পারে। এইসব গাছ সম্পর্কে বিস্তারিত জানুন...
ম্যানচিনিল গাছ এই গাছকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে ধরা হয়। এর ফল, পাতা এবং ছাল থেকে যে রস বের হয় তা এতটাই বিষাক্ত যে ছোঁয়ার সাথেই ত্বকে ফোসকা, জ্বালা এবং চোখে লাগলে অন্ধত্ব হতে পারে। এই গাছ মূলত ক্যারিবিয়ান, মধ্য এবং দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এর ফলকে বলা হয় "মৃত্যুর আপেল" (Death Apple)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সাপের বিষ বনাম গাছের বিষ সাপের বিষ যেমন কোবরা বা র‍্যাটলস্নেকের তা মূলত নিউরোটক্সিন, হেমোটক্সিন বা সাইটোটক্সিন হয়। যদিও এটি মারাত্মক, তবে অ্যান্টি-ভেনম থাকায় চিকিৎসা সম্ভব। কিন্তু রাইসিন, অ্যাব্রিন বা সিকিউটক্সিন-এর মতো গাছের বিষের কোনো তাৎক্ষণিক প্রতিকার নেই এবং তা দ্রুত কোষ বা স্নায়ু ধ্বংস করে।
advertisement
advertisement