Bra: ব্রা'য়ের দাম ১৫ কোটি! বিশ্বের সবচেয়ে দামি অন্তর্বাস এটি, কারণ শুনলে পিলে চমকে যাবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bra: ১৫ কোটি টাকা, হ্যাঁ, বিশ্বের সবথেকে দামি অন্তর্বাসের মূল্য এটাই। অবাক হলেন পড়ে?
advertisement
advertisement
অবিশ্বাস্য তথ্য হচ্ছে এই অন্তর্বাসের জন্য গুনতে হবে ১৫ কোটি টাকা। কী বিশেষত্ব আছে এই অন্তর্বাসের? জানা গেছে এই ব্রা-তে সোনা-হীরে বসানো রয়েছে, যা চোখ ধাঁধিয়ে দেবে আপনার৷ প্রায় ২০ লাখ ডলার দামের ওই ফ্যান্টাসি ব্রা তৈরি করেছে ভিক্টোরিয়া’স সিক্ট্রেটস। হীরে, চুনি, পান্না, মণি-মাণিক্য কী নেই সেই ব্রায়ের মধ্যে। ১৬ হাজার রত্ন এবং ১৮ ক্যারেট সোনায় মোড়া এই ব্রা৷ আর এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১,৩৮০ ঘন্টা৷
advertisement
advertisement