Mosquitoes: বসলেই ছেঁকে ধরছে ঝাঁকে ঝাঁকে মশা? ঘর মোছার জলে এই ৩ টি জিনিস মেশান, বাড়ির আনাচ কানাচেও থাকবে না একটাও মশা! কয়েল, ধূপের কটু গন্ধে ইতি

Last Updated:
Mosquitoes: এই পদ্ধতিতে মশা তাড়াতে আলাদা করে বাড়তি খাটনির কোনও প্রয়োজন নেই। ঘর মোছার জলে শুধু মিশিয়ে নিতে হবে কয়েকটি জিনিস। রান্নাঘরে উপলব্ধ এই সমস্ত জিনিস মিশ্রিত জলে ঘর মুছলেই প্রাণ হাতে বাড়ির ত্রিসীমানা ছেড়ে পালাবে মশা বাবাজী।
1/8
বর্ষার দিনগুলিতে প্রবলভাবে বেড়ে যায় মশার উপদ্রব। মশার বিনবিনুনির জ্বালায় শান্তিতে কোথাও বসাই দূরহ হয়ে ওঠে। অসহ‍্য চুলকুনির সঙ্গেই মশা থেকে ছড়ায় ম‍্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগ।
বর্ষার দিনগুলিতে প্রবলভাবে বেড়ে যায় মশার উপদ্রব। মশার বিনবিনুনির জ্বালায় শান্তিতে কোথাও বসাই দূরহ হয়ে ওঠে। অসহ‍্য চুলকুনির সঙ্গেই মশা থেকে ছড়ায় ম‍্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগ।
advertisement
2/8
কিন্তু মশার হাত থেকে রেহাই পাওয়ার উপায় কী? সারাদিন দরজা, জানালা বন্ধ করে রাখা সম্ভব নয়। আবার মশা তাড়াবার ধুপের গন্ধ বা কয়েলের গন্ধ স্বাস্থ‍্যের পক্ষে ক্ষতিকারক বলেই জানান চিকিত্‍সকরা।
কিন্তু মশার হাত থেকে রেহাই পাওয়ার উপায় কী? সারাদিন দরজা, জানালা বন্ধ করে রাখা সম্ভব নয়। আবার মশা তাড়াবার ধুপের গন্ধ বা কয়েলের গন্ধ স্বাস্থ‍্যের পক্ষে ক্ষতিকারক বলেই জানান চিকিত্‍সকরা।
advertisement
3/8
শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় ধুপ বা কয়েল জ্বেলেও কোনও কাজের কাজ হচ্ছে না। গন্ধের দাপটে মশার উত্‍পাত সাময়িক কমলেও ফের বেড়ে গিয়েছে। বাড়ির আনাচ কানাচেই লুকিয়ে রয়েছে ঝাঁকে ঝাঁকে মশা।

শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় ধুপ বা কয়েল জ্বেলেও কোনও কাজের কাজ হচ্ছে না। গন্ধের দাপটে মশার উত্‍পাত সাময়িক কমলেও ফের বেড়ে গিয়েছে। বাড়ির আনাচ কানাচেই লুকিয়ে রয়েছে ঝাঁকে ঝাঁকে মশা।
advertisement
4/8
তবে মশার হাত নিস্তারের একটি সহজ সমাধান রয়েছে। এই পদ্ধতিতে বাড়ির কোনও স্থানে লুকিয়েও পার পাবে না মশাবাহিনী। মশার বংশ ধ্বংস তো হবেই পাশাপাশি রাসায়নিক কয়েল বা ধূপের দুর্গন্ধও থাকবে না। ফলে স্বাস্থ‍্যের ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

তবে মশার হাত নিস্তারের একটি সহজ সমাধান রয়েছে। এই পদ্ধতিতে বাড়ির কোনও স্থানে লুকিয়েও পার পাবে না মশাবাহিনী। মশার বংশ ধ্বংস তো হবেই পাশাপাশি রাসায়নিক কয়েল বা ধূপের দুর্গন্ধও থাকবে না। ফলে স্বাস্থ‍্যের ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।
advertisement
5/8
শুধু তাই নয়, এই পদ্ধতিতে মশা তাড়াতে আলাদা করে বাড়তি খাটনির কোনও প্রয়োজন নেই। ঘর মোছার জলে শুধু মিশিয়ে নিতে হবে কয়েকটি জিনিস। রান্নাঘরে উপলব্ধ এই সমস্ত জিনিস মিশ্রিত জলে ঘর মুছলেই প্রাণ হাতে বাড়ির ত্রিসীমানা ছেড়ে পালাবে মশা বাবাজী।
শুধু তাই নয়, এই পদ্ধতিতে মশা তাড়াতে আলাদা করে বাড়তি খাটনির কোনও প্রয়োজন নেই। ঘর মোছার জলে শুধু মিশিয়ে নিতে হবে কয়েকটি জিনিস। রান্নাঘরে উপলব্ধ এই সমস্ত জিনিস মিশ্রিত জলে ঘর মুছলেই প্রাণ হাতে বাড়ির ত্রিসীমানা ছেড়ে পালাবে মশা বাবাজী।
advertisement
6/8
দারচিনি: রান্নাঘরের এই মশলাটি মিশিয়ে দিল ঘর মোছার জলে। ২-৩ টুকরো দারচিনি খানিকটা জলে দিয়ে ফুটিয়ে নিন। এবার সেই জল মিশিয়ে নিন ঘরমোছার জলে। ব‍্যাস তাহলেই মশারা থাকবে দূরে। দারচিনির গন্ধে দূরে থাকবে অন‍্যান‍্য পোকামাকড়ও।
দারচিনি: রান্নাঘরের এই মশলাটি মিশিয়ে দিল ঘর মোছার জলে। ২-৩ টুকরো দারচিনি খানিকটা জলে দিয়ে ফুটিয়ে নিন। এবার সেই জল মিশিয়ে নিন ঘরমোছার জলে। ব‍্যাস তাহলেই মশারা থাকবে দূরে। দারচিনির গন্ধে দূরে থাকবে অন‍্যান‍্য পোকামাকড়ও।
advertisement
7/8
ভিনিগার: মশা তাড়ানোর জন্য ভিনিগার ব‍্যবহার করা যেতে পারে। ঘর মোছার জলে একটু ভিনিগার মিশিয়ে নিলেই মশার সহজ সমাধান। ভিনিগার মিশ্রিত জল মেঝে ঝকঝকেও করবে।

ভিনিগার: মশা তাড়ানোর জন্য ভিনিগার ব‍্যবহার করা যেতে পারে। ঘর মোছার জলে একটু ভিনিগার মিশিয়ে নিলেই মশার সহজ সমাধান। ভিনিগার মিশ্রিত জল মেঝে ঝকঝকেও করবে।
advertisement
8/8
সুগন্ধী তেল: ঘর মোছার জলে কয়েক ফোঁটা সুগন্ধী তেল বা এসেনসিয়াল ওয়েল মিশিয়ে নিতে পারেন। ল্যাভেন্ডার অয়েল বা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলের গন্ধে মশা থাকবে বাড়ি থেকে শতহস্ত দূরে। পাশাপাশি ঘর ভরে উঠবে সুগন্ধে।

সুগন্ধী তেল: ঘর মোছার জলে কয়েক ফোঁটা সুগন্ধী তেল বা এসেনসিয়াল ওয়েল মিশিয়ে নিতে পারেন। ল্যাভেন্ডার অয়েল বা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলের গন্ধে মশা থাকবে বাড়ি থেকে শতহস্ত দূরে। পাশাপাশি ঘর ভরে উঠবে সুগন্ধে।
advertisement
advertisement
advertisement