Moringa Leaf Vitamin Suppliment: সব ভিটামিনের একটাই উৎস! রাস্তার পাশের অযত্নে বেড়ে ওঠা একটা পাতা খেলে ওষুধ কেনা বন্ধ হবে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
উপকারী গুণে ভরপুর সজনে! ডাক্তারি ভাষায় গ্রাম বাংলার উপকারী গাছ পাতার মধ্যে অন্যতম সজনে বা মরিঙ্গা, এই গাছের পাতা ফুল এবং ফলে রয়েছে উপকারি গুণ, এন্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতায়
উপকারী গুণে ভরপুর সজনে! ডাক্তারি ভাষায় গ্রাম বাংলার উপকারী গাছ পাতার মধ্যে অন্যতম সজনে । এই গাছের পাতা ফুল এবং ফলে রয়েছে উপকারি গুণ। এন্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে সজনে পাতায়। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম আয়রন পটাশিয়াম এবং ফসফরাস উপস্থিত এই পাতায়। (রাকেশ মাইতি)
advertisement
advertisement
খুব সহজলভ্য গ্রামে গঞ্জে বাড়ির পাশে রাস্তার ধার বা পুকুর পাড়ে এই গাছ বেশি দেখা যায়। সজনে ফল বা ডাঁটা বাজারে দারুণ চাহিদা থাকলেও বহুগুণে ভরপুর ফুল ও পাতার চাহিদা গুরুত্ব সেভাবে দেখা যায় না। খুব সহজে উপায়ে নিয়মিত খাবারের তালিকায় রাখা যেতে পারে উপকারী পাতা। বিনা পয়সা বা সহজ উপায়ে পাতা ব্যবহার করেন কম সংখ্যক মানুষ। বর্তমান সময়ে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সজনে পাতা ব্যবহারের পরিবর্তে। বাজার থেকে মরিঙ্গা পাউডার মানুষ চড়া দামে কিনে ব্যবহার করছে উপকার পেতে।
advertisement
advertisement
