Moong Dal to control Acidity & Constipation: সোনা মুগ বা তড়কার ডাল...মুগডালেই কমবে ব্লাডপ্রেশার! সারবে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল, পেট ফাঁপা, বদহজম

Last Updated:
Moong Dal to control Acidity & Constipation: সবুজ মুগকে আমরা তড়কার ডাল বলেও চিনি৷ এছাড়াও বাঙালি বাড়িতে সোনামুগ ডালের কদরও কিছু কম নয়
1/5
শীতকালে মুগডালের স্বাদ অমৃতসমান৷ সবুজ মুগকে আমরা তড়কার ডাল বলেও চিনি৷ এছাড়াও বাঙালি বাড়িতে সোনামুগ ডালের কদরও কিছু কম নয়৷
শীতকালে মুগডালের স্বাদ অমৃতসমান৷ সবুজ মুগকে আমরা তড়কার ডাল বলেও চিনি৷ এছাড়াও বাঙালি বাড়িতে সোনামুগ ডালের কদরও কিছু কম নয়৷
advertisement
2/5
শীতে শরীর গরম রাখে মুগডাল৷ গড়ে তোলে রোগ প্রতিরোধ শক্তি৷ ডায়াবেটিসের জন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে ডায়েটে রাখুন মুগডাল৷ শরীরকে ডিটক্স করে সারিয়ে দেয় গ্যাস ও পেট ফাঁপার সমস্যা৷ বলছেন পুষ্টিবিদ রূপালি দত্তা৷
শীতে শরীর গরম রাখে মুগডাল৷ গড়ে তোলে রোগ প্রতিরোধ শক্তি৷ ডায়াবেটিসের জন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে ডায়েটে রাখুন মুগডাল৷ শরীরকে ডিটক্স করে সারিয়ে দেয় গ্যাস ও পেট ফাঁপার সমস্যা৷ বলছেন পুষ্টিবিদ রূপালি দত্তা৷
advertisement
3/5
হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে মুগডালের গুণ৷ এর অ্যান্টিঅক্সিড্যান্টের দৌলতে সুস্থ থাকে হার্ট৷
হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে মুগডালের গুণ৷ এর অ্যান্টিঅক্সিড্যান্টের দৌলতে সুস্থ থাকে হার্ট৷
advertisement
4/5
মুগডালে ফাইবার বেশি, ক্যালরি কম৷ ফলে যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁরাও নিয়মিত এই ডাল খেতে ভুলবেন না৷
মুগডালে ফাইবার বেশি, ক্যালরি কম৷ ফলে যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁরাও নিয়মিত এই ডাল খেতে ভুলবেন না৷
advertisement
5/5
তড়কার জন্য যে সবুজ মুগডাল আমরা ব্যবহার করি, সেই ডালের জল পান করতে হবে। মুগডালে রয়েছে পেক্টিন। এই উপাদান পেটের সমস্যা নিয়ন্ত্রণ করে।
তড়কার জন্য যে সবুজ মুগডাল আমরা ব্যবহার করি, সেই ডালের জল পান করতে হবে। মুগডালে রয়েছে পেক্টিন। এই উপাদান পেটের সমস্যা নিয়ন্ত্রণ করে।
advertisement
advertisement
advertisement