Monsoon Snakes Alert: কার্বলিক অ্যাসিডের গন্ধও ফেল? এসব ছাড়ুন...! করুন 'এই' ছোট্ট কাজ, বর্ষায় গর্ত থেকে বেরিয়ে বাপ বাপ বলে পালাবে সাপ

Last Updated:
Monsoon Snakes Alert: শুধু রাস্তাঘাটে সাপ নয়, কেউটে থেকে কিং কোবরা বিভিন্ন বিষধর সাপ চলে আসছে বাড়ির আশেপাশে। এমনকি ঘরেও সাপ ঢুকে পড়ছে। সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে। রাতে বিছানায় সাপের কামড়ে মৃত্যু হচ্ছে মানুষের। সাবধান থাকার উপায় জেনে নিন।
1/9
গ্রামবাংলায় বর্ষাকাল শুরু হয়েছে। বর্ষাকালে গ্রামীণ বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায়। বর্ষাকালে গ্রাম বাংলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে যার ফলে বাড়ে সাপের উপদ্রব। সাপের কামড়ে মারা যায় সাধারণ মানুষ।
গ্রামবাংলায় বর্ষাকাল শুরু হয়েছে। বর্ষাকালে গ্রামীণ বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায়। বর্ষাকালে গ্রাম বাংলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে যার ফলে বাড়ে সাপের উপদ্রব। সাপের কামড়ে মারা যায় সাধারণ মানুষ।
advertisement
2/9
 শুধু রাস্তাঘাটে সাপ নয়। কেউটে থেকে কিং কোবরা বিভিন্ন বিষধর সাপ চলে আসছে বাড়ির আশেপাশে। এমনকি ঘরেও সাপ ঢুকে পড়ছে। সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে। রাতে বিছানায় সাপের কামড়ে মৃত্যু হচ্ছে মানুষের। সাবধান থাকার উপায় জেনে নিন।
শুধু রাস্তাঘাটে সাপ নয়। কেউটে থেকে কিং কোবরা বিভিন্ন বিষধর সাপ চলে আসছে বাড়ির আশেপাশে। এমনকি ঘরেও সাপ ঢুকে পড়ছে। সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে। রাতে বিছানায় সাপের কামড়ে মৃত্যু হচ্ছে মানুষের। সাবধান থাকার উপায় জেনে নিন।
advertisement
3/9
বিশ্বজুড়ে ক্রমাগত কেউটে থেকে নানান ধরনের বিষধর সাপের সংখ্যা কমছে। কিন্তু ভারতবর্ষে বর্ষাকালে সাপের উপদ্রব লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিগত কারণে ১৫ টি বিষধর প্রজাতির সাপ লক্ষ্য করা যায়।
বিশ্বজুড়ে ক্রমাগত কেউটে থেকে নানান ধরনের বিষধর সাপের সংখ্যা কমছে। কিন্তু ভারতবর্ষে বর্ষাকালে সাপের উপদ্রব লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিগত কারণে ১৫ টি বিষধর প্রজাতির সাপ লক্ষ্য করা যায়।
advertisement
4/9
এর মধ্যে রয়েছে চারটি সর্বোচ্চ বিষধর সাপ। এই চারটি সাপ পশ্চিমবঙ্গের সবচেয়ে বিপজ্জনক সাপ হিসাবে পরিচিত। ভারতীয় কোবরা, ভারতীয় কেউটে, চন্দ্রবোড়া ও স-স্কেলড ভাইপার। কোবরা কেউটে থেকে চন্দ্রবোড়া প্রভৃতি বিষধর সাপ বাড়ির আশেপাশে এমনকি বাড়ির ভেতরে প্রবেশ করছে বর্ষাকালে।
এর মধ্যে রয়েছে চারটি সর্বোচ্চ বিষধর সাপ। এই চারটি সাপ পশ্চিমবঙ্গের সবচেয়ে বিপজ্জনক সাপ হিসাবে পরিচিত। ভারতীয় কোবরা, ভারতীয় কেউটে, চন্দ্রবোড়া ও স-স্কেলড ভাইপার। কোবরা কেউটে থেকে চন্দ্রবোড়া প্রভৃতি বিষধর সাপ বাড়ির আশেপাশে এমনকি বাড়ির ভেতরে প্রবেশ করছে বর্ষাকালে।
advertisement
5/9
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় বিছানায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ঘরে সাপ ঢুকলে আতঙ্কে থাকে মানুষজন। তবে এবার জেনে নিন কী করলে ঘরের আশেপাশে ও বাড়ির ভেতরে সাপ প্রবেশ করবে না।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় বিছানায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার। ঘরে সাপ ঢুকলে আতঙ্কে থাকে মানুষজন। তবে এবার জেনে নিন কী করলে ঘরের আশেপাশে ও বাড়ির ভেতরে সাপ প্রবেশ করবে না।
advertisement
6/9
স্নেকম্যান হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নকুলচন্দ্র ঘাঁটি বলেন,' বর্তমান সময়ে নানা কারণে বাস্তুতন্ত্রে প্রভাব পড়েছে। এর ফলে সাপ নিজেদের ঘর ছাড়া হয়েছে। এমনকি এই জেলায় ইয়াস আমফান এর মত বড় বড় ঝড় বাস্তুচ্যুত করেছে কোবরা থেকে কেউটে, চন্দ্রবোড়া সহ ভয়ংকর বিষধর সাপের পাশাপাশি নানান ধরনের সাপেদের। বর্ষাকালে এক সাপেদের খাদ্য সঙ্কট দেখা দেয়। খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এমনকি বাড়ির ভিতরে প্রবেশ করছে।'
স্নেকম্যান হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নকুলচন্দ্র ঘাঁটি বলেন,' বর্তমান সময়ে নানা কারণে বাস্তুতন্ত্রে প্রভাব পড়েছে। এর ফলে সাপ নিজেদের ঘর ছাড়া হয়েছে। এমনকি এই জেলায় ইয়াস আমফান এর মত বড় বড় ঝড় বাস্তুচ্যুত করেছে কোবরা থেকে কেউটে, চন্দ্রবোড়া সহ ভয়ংকর বিষধর সাপের পাশাপাশি নানান ধরনের সাপেদের। বর্ষাকালে এক সাপেদের খাদ্য সঙ্কট দেখা দেয়। খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এমনকি বাড়ির ভিতরে প্রবেশ করছে।'
advertisement
7/9
তিনি আরও বলেন, 'বর্ষাকালে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা উচিত, রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার সময় শুধু মশারি টাঙিয়ে ঘুমালে হবে না। মশারির চারপাশ ভাল করে বিছানার সঙ্গে ঢুকিয়ে রাখতে হবে। এছাড়া বাড়িতে ব্যাঙ, টিকটিকি যাতে না প্রবেশ করে তার খেয়াল রাখতে হবে।'
তিনি আরও বলেন, 'বর্ষাকালে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা উচিত, রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার সময় শুধু মশারি টাঙিয়ে ঘুমালে হবে না। মশারির চারপাশ ভাল করে বিছানার সঙ্গে ঢুকিয়ে রাখতে হবে। এছাড়া বাড়িতে ব্যাঙ, টিকটিকি যাতে না প্রবেশ করে তার খেয়াল রাখতে হবে।'
advertisement
8/9
বর্ষাকাল চলছে। বড় বড় ঝড়ে বিভিন্ন বড় বড় গাছ ভেঙে পড়ায় বাস্তুহারা হয়েছে সাপেরা। এর পাশাপাশি কংক্রিটের জঙ্গলে হারিয়ে গিয়েছে মাটির গর্ত সব মিলিয়ে বাস্তুহারা সাপেরা লোকালয়ে চলে আসছে বর্ষাকালে।
বর্ষাকাল চলছে। বড় বড় ঝড়ে বিভিন্ন বড় বড় গাছ ভেঙে পড়ায় বাস্তুহারা হয়েছে সাপেরা। এর পাশাপাশি কংক্রিটের জঙ্গলে হারিয়ে গিয়েছে মাটির গর্ত সব মিলিয়ে বাস্তুহারা সাপেরা লোকালয়ে চলে আসছে বর্ষাকালে।
advertisement
9/9
কারণ খাল বিল জলাশয় জলে পরিপূর্ণ হওয়ায় সাপেদের বাসস্থানের সঙ্কট হয়। তাই লোকালয়ের চারপাশে বর্ষাকালে সাপ লক্ষ্য করা যায়। এমনকি ভয়ঙ্কর বিষধর সাপ বাড়ির ভেতর প্রবেশ করছে। তাই সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে সরকার থেকে সর্প বিশেষজ্ঞেরা।
কারণ খাল বিল জলাশয় জলে পরিপূর্ণ হওয়ায় সাপেদের বাসস্থানের সঙ্কট হয়। তাই লোকালয়ের চারপাশে বর্ষাকালে সাপ লক্ষ্য করা যায়। এমনকি ভয়ঙ্কর বিষধর সাপ বাড়ির ভেতর প্রবেশ করছে। তাই সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে সরকার থেকে সর্প বিশেষজ্ঞেরা।
advertisement
advertisement
advertisement