MoneyPlant Vastu Tips: ছোট্ট ২ বিশেষ জিনিস রাখুন মানিপ্ল্যান্টের টবের মাটিতে আর জলে! নিপাত যাবে দুর্ভাগ্য! টাকার বৃষ্টি-সৌভাগ্য-সুখশান্তিতে ঢেকে যাবেন আপনি

Last Updated:
MoneyPlant Vastu Tips:এভাবে রাখুন মানিপ্ল্যান্ট, এতে অর্থক্ষয় বন্ধ হয়৷ ভাগ্যোদয় হয় পরিবারের সদস্যদের৷
1/7
বাড়িতে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে এই লতানে গাছ৷ বাড়িতে কীভাবে মানিপ্ল্যান্ট রাখলে অর্থের অভাব হবে না, পজিটিভ শক্তি প্রবাহিত হবে, জেনে নিন৷
বাড়িতে মানি প্ল্যান্ট রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে এই লতানে গাছ৷ বাড়িতে কীভাবে মানিপ্ল্যান্ট রাখলে অর্থের অভাব হবে না, পজিটিভ শক্তি প্রবাহিত হবে, জেনে নিন৷
advertisement
2/7
 মাটিতে মানিপ্ল্যান্ট পুঁতলে রাখুন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে৷ টবে মাটির মধ্যে রেখে দিন একটি তামার মুদ্রা৷ এতে অর্থক্ষয় বন্ধ হয়৷ ভাগ্যোদয় হয় পরিবারের সদস্যদের৷ বলছেন ট্যারট রিডার এবং ক্রিস্টাল এক্সপার্ট করিশ্মা তুষার৷
মাটিতে মানিপ্ল্যান্ট পুঁতলে রাখুন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে৷ টবে মাটির মধ্যে রেখে দিন একটি তামার মুদ্রা৷ এতে অর্থক্ষয় বন্ধ হয়৷ ভাগ্যোদয় হয় পরিবারের সদস্যদের৷ বলছেন ট্যারট রিডার এবং ক্রিস্টাল এক্সপার্ট করিশ্মা তুষার৷
advertisement
3/7
নাম এবং যশ লাভের জন্য লাল পাত্রে পুঁতুন মানিপ্ল্যান্ট৷ এর পর গাছসমেত ওই পাত্র রাখুন বাড়ির দক্ষিণ দিকে৷
নাম এবং যশ লাভের জন্য লাল পাত্রে পুঁতুন মানিপ্ল্যান্ট৷ এর পর গাছসমেত ওই পাত্র রাখুন বাড়ির দক্ষিণ দিকে৷
advertisement
4/7
জলে মানিপ্ল্যান্ট রাখতে হলে বেছে নিন নীল বোতল৷ অথবা রংহীন স্বচ্ছ কোন বোতল বা শিশি৷ তাতেই বাহারি ভাবে সাজান গাছ৷
জলে মানিপ্ল্যান্ট রাখতে হলে বেছে নিন নীল বোতল৷ অথবা রংহীন স্বচ্ছ কোন বোতল বা শিশি৷ তাতেই বাহারি ভাবে সাজান গাছ৷
advertisement
5/7
আর্থিক পরিস্থিতি উন্নত করতে বোতলে রাখুন রুপোর একটি মুদ্রা৷ সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়াতে সবুজ রঙের বোতলে মানিপ্ল্যান্ট বড় করুন বাড়ির পূর্ব দিকে৷
আর্থিক পরিস্থিতি উন্নত করতে বোতলে রাখুন রুপোর একটি মুদ্রা৷ সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়াতে সবুজ রঙের বোতলে মানিপ্ল্যান্ট বড় করুন বাড়ির পূর্ব দিকে৷
advertisement
6/7
অসুস্থতা থেকে মুক্তি পেতে মানিপ্ল্যান্ট রাখুন বাড়ির ঠাকুরঘরে৷ তবে যেখানেই এই গাছ রাখুন না কেন, রোজ নিয়মিত জল পাল্টাতে ভুলবেন না৷
অসুস্থতা থেকে মুক্তি পেতে মানিপ্ল্যান্ট রাখুন বাড়ির ঠাকুরঘরে৷ তবে যেখানেই এই গাছ রাখুন না কেন, রোজ নিয়মিত জল পাল্টাতে ভুলবেন না৷
advertisement
7/7
মানিপ্ল্যান্টকে সব সময় উল্লম্বভাবে উপরদিকে বাড়তে দিন৷ জমির উপরে মানিপ্ল্যান্টের লতা যেন বিছিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন৷
মানিপ্ল্যান্টকে সব সময় উল্লম্বভাবে উপরদিকে বাড়তে দিন৷ জমির উপরে মানিপ্ল্যান্টের লতা যেন বিছিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখুন৷
advertisement
advertisement
advertisement