Momo Causes Constipation Piles: মোমো লাভাররা সাবধান, বেশি টপাটপ মুখ নিলেই বিপদ! পাইলস, কোষ্ঠকাঠিন্য তো বটেই, পচবে লিভার, ছোবল দেবে সুগারও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Momo Causes Constipation Piles: প্রতিদিন মোমো খাওয়ার অভ্যাস আপনার শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। এটি বাওয়াসীর, কোষ্ঠকাঠিন্য, সুগার বৃদ্ধি ও অন্ত্রের ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মোমো খাওয়ার আগে শতবার ভাবুন...
আজকাল রাস্তাঘাটের মোড়ে মোড়ে মোমো খাওয়া খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ছোটদের মধ্যে এই অভ্যাস বেশি দেখা যায়, তবে তরুণরাও এতে পিছিয়ে নেই। কিন্তু যদি এই অভ্যাস অতিরিক্ত হয়ে যায়, তাহলে তা আপনাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, মোমো খাওয়ার ফলে পাইলসের (হেমোরয়েডস) মতো সমস্যা পর্যন্ত হতে পারে। এটি লিভার এবং অন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে।
advertisement
দ্রুত বাড়াতে পারে রক্তে সুগারের মাত্রা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডা. প্রিয়াঙ্কা রোহতগি জানিয়েছেন, নিয়মিত মোমো খেলে শরীরের নানা ক্ষতি হতে পারে। মোমোর জন্য ব্যবহৃত ময়দা (ময়দা বা পরিশোধিত আটা) সাধারণত আরও মসৃণ এবং টানটান করার জন্য ব্লিচ করা হয়। এর জন্য বেনজোয়েল পারঅক্সাইডের মতো ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়, যা সরাসরি প্যানক্রিয়াসে আঘাত করে এবং ইনসুলিন উৎপাদন কমিয়ে দেয়।
advertisement
advertisement
পাইলসের ঝুঁকি বাড়ায় ময়দা দিয়ে তৈরি মোমো সাধারণত ভাপ দিয়ে রান্না করা হয়। এতে একটুও ফাইবার থাকে না। এটি অতিমাত্রায় প্রসেসড হওয়ায় অন্ত্রের মিউকাস লেয়ারে ক্ষতি করতে থাকে, যার ফলে কোষ্ঠকাঠিন্য শুরু হয়। কোষ্ঠকাঠিন্যের ফলে মল শক্ত হয়ে যায় এবং যদি কেউ এর সঙ্গে ঝাল চাটনি খান, তাহলে পাইলসের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
advertisement
মোমো কেন শরীরের জন্য ক্ষতিকর মোমো তৈরিতে ব্যবহৃত ময়দা শরীরে গিয়ে চটচটে আকার নেয় এবং হজমব্যবস্থাকে বাধাগ্রস্ত করে। ময়দা শরীরে ইনফ্ল্যামেশন (প্রদাহ) তৈরি করে। ময়দা তৈরিতে অ্যাজোডিকার্বোনামাইড, ক্লোরিন গ্যাস এবং বেনজোয়েল পারঅক্সাইডের মতো ব্লিচিং কেমিক্যাল ব্যবহার হয় যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
advertisement
advertisement
advertisement
advertisement