Mishti Doi vs Tok Doi: মিষ্টি দই নাকি টক দই? ব্লাড সুগার, হাই প্রেশারে কোনটা খেলে বড় ক্ষতি? কোনটা বেশি উপকারী? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mishti Doi vs Tok Doi: চিরাচরিত মিষ্টি দই বাঙালির কাছে শুভ প্রতীক৷ ভূরিভোজেও তার হাজিরা মাস্ট৷ কিন্তু ইদানীং স্বাস্থ্য সচেতনতার ঠেলায় মিষ্টি দইকে টেক্কা দেয় টক দই৷ টক দই ও মিষ্টি দইয়ের মধ্যে কোনটায় উপকারিতা বেশি, ক্রনিক রোগে কোনটা খেলে উপকার, সে বিষয়ে জেনে নিন৷
advertisement
advertisement
পুষ্টিবিদ নমামি আগরওয়ালের কথায়, মিষ্টি এবং টক দু’ রকম দইয়েই প্রোবায়োটিক আছে৷ এছাড়াও আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য৷ পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে প্রোবায়োটিক৷ স্বাদের জন্য অনেকেই মিষ্টি দই বেশি পছন্দ করেন৷ কিন্তু পুষ্টিবিদদের মত, মিষ্টি দইয়ের চিনি শরীরের জন্য ক্ষতিকর৷ টক দইয়ে চিনি না মেশানো পর্যন্ত শর্করা থাকে নামমাত্র৷
advertisement
যাঁদের ডায়াবেটিস নেই এবং ব্লাড প্রেশার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে, তাঁরা মিষ্টি দই খেতে পারেন৷ অর্থাৎ ক্রনিক অসুখ না থাকলে মিষ্টি দই খাওয়া যেতে পারে৷ তবে স্বল্প পরিমাণে৷ মিষ্টি দই খেলে শরীরে ক্যালোরি বেড়ে যায়৷ এতে শরীরে ওজন এবং রক্তে গ্লুকোজের পরিমাণে বেড়ে যায়৷ ওজন কমানোর ক্ষেত্রেও টক দই বেশি উপকারী৷
advertisement
advertisement
advertisement
