Massive Leg Pain: অসহ্য যন্ত্রণায় পা ফেলে হাঁটতে পারছেন না, বাত ভাবছেন, আসলে ডোনাল্ডো ট্রাম্পের মতো CVI হয়নি তো, জানুন লক্ষণ

Last Updated:
Massive Leg Pain: পায়ে অসহ্য ব্যথা, ভারী ভাব, অথবা খিঁচুনি, পা ফেলতে গেলেই যন্ত্রণায় কঁকিয়ে উঠিয়েছেন বাত নয় কিন্তু...
1/8
Massive Leg Pain: পায়ে অসহ্য যন্ত্রণা, মাটিতে পা ফেলতে গেলেও কঁকিয়ে উঠছেন অসহ্য ব্যাথায়৷ রাতারাতি কী হয়ে গেল৷ বাত, আর্থ্রারাইটিস নাকি রিউম্যাটিক আর্থরাইটিস এসব ভাবছেন৷ আসলে হয়ত এই রোগ নয় আপনারও হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো CVI - অর্থাৎ Chronic Venous Insufficiency- হয়নি তো৷ Photo- Representative
Massive Leg Pain: পায়ে অসহ্য যন্ত্রণা, মাটিতে পা ফেলতে গেলেও কঁকিয়ে উঠছেন অসহ্য ব্যাথায়৷ রাতারাতি কী হয়ে গেল৷ বাত, আর্থরাইটিস নাকি রিউম্যাটিক আর্থরাইটিস এসব ভাবছেন৷ আসলে হয়ত এই রোগ নয় আপনারও হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মতো CVI - অর্থাৎ Chronic Venous Insufficiency- হয়নি তো৷ Photo- Representative
advertisement
2/8
Chronic Venous Insufficiency- এই রোগের নাম আগে শোনেননি- এটা হল শিরা- ধমনীর এক মারাত্মক রোগ৷ ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি পায়ে এমন একটা সোয়েলিং হচ্ছে যে পা ফেলতে কঁকিয়ে উঠছেন সকলেই৷ হাতেও রয়েছে প্রদাহ ব্যাথা, হাত নাড়তেও এই মুহূর্তে অসুবিধা হচ্ছে৷ 
Chronic Venous Insufficiency- এই রোগের নাম আগে শোনেননি- এটা হল শিরা- ধমনীর এক মারাত্মক রোগ৷ ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি পায়ে এমন একটা সোয়েলিং হচ্ছে যে পা ফেলতে কঁকিয়ে উঠছেন সকলেই৷ হাতেও রয়েছে প্রদাহ ব্যাথা, হাত নাড়তেও এই মুহূর্তে অসুবিধা হচ্ছে৷
advertisement
3/8
এই রোগ বাড়াবাড়ি পর্যায়ে গেলে ডিপ ভেন থ্রম্বোসিস বা আর্টারির সমস্যাও হতে পারে৷ এতে হাঁটাচলা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে৷
এই রোগ বাড়াবাড়ি পর্যায়ে গেলে ডিপ ভেন থ্রম্বোসিস বা আর্টারির সমস্যাও হতে পারে৷ এতে হাঁটাচলা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে৷
advertisement
4/8
Chronic venous insufficiency (CVI) -র কারণে বিভিন্ন ধরণের লক্ষণ দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে পা ফুলে যাওয়া, ব্যথা, ভ্যারিকোজ ভেইন এবং ত্বকের পরিবর্তন।
Chronic venous insufficiency (CVI) -র কারণে বিভিন্ন ধরণের লক্ষণ দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে পা ফুলে যাওয়া, ব্যথা, ভ্যারিকোজ ভেইন এবং ত্বকের পরিবর্তন।
advertisement
5/8
পায়ে অসহ্য ব্যথা, ভারী ভাব, অথবা খিঁচুনি অনুভব করা, যা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে পারে কিন্তু পা তুললে সামান্য হলেও ব্যাথার পরিমাণ কম হতে পারে৷
পায়ে অসহ্য ব্যথা, ভারী ভাব, অথবা খিঁচুনি অনুভব করা, যা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে পারে কিন্তু পা তুললে সামান্য হলেও ব্যাথার পরিমাণ কম হতে পারে৷
advertisement
6/8
Varicose Veins: দৃশ্যমান, ফোলা এবং পেঁচানো শিরা যা ত্বকের নিচে ফুলে উঠতে পারে এবং ত্বকের ওপর থেকেই তার উপস্থিতি জানা যেতে পারে৷
Varicose Veins: দৃশ্যমান, ফোলা এবং পেঁচানো শিরা যা ত্বকের নিচে ফুলে উঠতে পারে এবং ত্বকের ওপর থেকেই তার উপস্থিতি জানা যেতে পারে৷
advertisement
7/8
ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, দীর্ঘস্থায়ী শিরাজনিত অপ্রতুলতা তখন ঘটে যখন একজন ব্যক্তির পায়ের শিরা ক্ষতিগ্রস্ত হয়, যা রক্ত সঞ্চালনকে সীমাবদ্ধ করে এবং পায়ে রক্ত জমাট বাঁধে। ক্লিভল্যান্ড ক্লিনিক অনুসারে, দীর্ঘস্থায়ী শিরাজনিত অপ্রতুলতা প্রতি ২০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জনকে প্রভাবিত করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি বৃদ্ধি পায়।
ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, দীর্ঘস্থায়ী শিরাজনিত অপ্রতুলতা তখন ঘটে যখন একজন ব্যক্তির পায়ের শিরা ক্ষতিগ্রস্ত হয়, যা রক্ত সঞ্চালনকে সীমাবদ্ধ করে এবং পায়ে রক্ত জমাট বাঁধে। ক্লিভল্যান্ড ক্লিনিক অনুসারে, দীর্ঘস্থায়ী শিরাজনিত অপ্রতুলতা প্রতি ২০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ জনকে প্রভাবিত করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি বৃদ্ধি পায়।
advertisement
8/8
লিভিট ট্রাম্পের হাতের পিছনে মাঝে মাঝে দেখা যাওয়া ক্ষতের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ‘ঘন ঘন হ্যান্ডশেক’ করার ফলে জ্বালাপোড়া এবং তার অ্যাসপিরিন গ্রহণের ফলে জ্বালাপোড়ার কারণেই এই ক্ষত তৈরি হয়েছে।
লিভিট ট্রাম্পের হাতের পিছনে মাঝে মাঝে দেখা যাওয়া ক্ষতের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ‘ঘন ঘন হ্যান্ডশেক’ করার ফলে জ্বালাপোড়া এবং তার অ্যাসপিরিন গ্রহণের ফলে জ্বালাপোড়ার কারণেই এই ক্ষত তৈরি হয়েছে।
advertisement
advertisement
advertisement