Masoor Dal Health Benefit: ডালে বাড়ে ইউরিক অ্যাসিড! তা বলে এই ডাল পাত থেকে বাদ, ভিটামিন-প্রোটিনের পুষ্টিতে ঠাসা বাঙালির প্রিয় এই ডাল ডায়াবেটিস আটকাতে মারণাস্ত্র
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Masoor Dal Health Benefit: হার্টের রোগ থেকে রূপচর্চা!সব কিছুর একটাই সমাধান মুসুরডালে, আরও যা যা উপকারিতা পাবেন জানুন।
মানুষ কিছু নিজেদেরমতো ধারণা করে নিয়ে খাবার তালিকা থেকে বেশ কিছু জিনিস একেবারে ছেঁটে ফেলে,কিন্তু সেটা কি উচিত, পরামর্শ দিচ্ছেন আমাদের বিশিষ্ট ডাক্তার চন্দন মন্ডল। মসুর ডালের মধ্যে রয়েছে ভাল পরিমাণে প্রোটিন। তাই কোনও মানুষ চাইলে প্রোটিনের চাহিদা মেটানোর স্বার্থে এই ডাল খেতে পারেন। এছাড়া এই ডালে থাকে পর্যাপ্ত কার্বোহাইড্রেট, আয়রন, ভিটামিন সি, বি৬, বি২, ফোলিক অ্যাসিড, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ইত্যাদি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মুসুর ডাল শুধু খেতেই উপকার সেটা নয়। এর পাশাপাশি এটা আপনার ত্বকের জন্যও যথেষ্ট উপকারি।শুষ্ক ত্বকের জন্য মুসুর ডালের ফেসপ্যাক খুবই উপকারি । ২ চা-চামচ মুসুর ডাল সারারাত দুধে ভিজিয়ে রাখুন।সকালে তা দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন । এটি মুখে এবং ঘাড়ে লাগান । এটি ২০ মিনিটের জন্য রাখুন এবং শুকানোর পরে ধুয়ে ফেলুন ।