করোনা থেকে বাঁচতে মুখে মাস্ক মাস্ট। তাই কমেছে লিপস্টিকের ব্যবহার। লোকসানের মুখে কসমেটিক্সের ব্যবসায়ীরা। ছোট্ট টিপ, সঙ্গে হালকা লিপস্টিক। চটজলদি সাজতে এর জুড়ি মেলা ভার। কিন্তু, করোনার জেরে এখন মুখ ঢেকেছে মাস্ক। অনেকটাই ফিকে হয়েছে লিপস্টিকের ব্যবহার। ক্ষতির মুখে কসমেটিক্সের ব্যবসায়ীরা। Representational Image