Mango Side Effects: রসাল মিষ্টি আম খেতে ভালবাসেন? আম খাওয়ার পর ভুলেও খাবেন না 'এই' জিনিসটি, ডাক্তারের পরামর্শ
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mango Side Effects: আম খাওয়ার পর এই জিনিসের দিকে তাকালেই ঘটে যেতে পারে বিপদ জানুন বিস্তারিত।
advertisement
আচার, আমসত্ত্ব, জেলির পাশাপশি ডাল ও তরকারির সঙ্গেও খাওয়া হয় আম। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও অনন্য এই ফল। আমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন বি পাওয়া যায়। অনেকেই আছেন, যারা আমের সময় সকাল, দুপুর এমনকি রাতেও আম খান। তবে আমের সঙ্গে কিছু খাবার খেলে কিন্তু পেটের সমস্যা হতে পারে। জেনে নিন, আমের সঙ্গে ভুলেও কোন খাবারগুলি খাওয়া চলবে না।
advertisement
এই বিষয়ে আমাদের জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার সুনিতা মণ্ডল। চিঁড়া, দই, আম, কলা একসঙ্গে মেখে খেতে ভালবাসেন অনেকেই। খেতে মন্দও লাগে না। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, আমের সঙ্গে দইয়ের একেবারেই সদ্ভাব নেই। দুটি খাবার একসঙ্গে খেলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। এমনকি আম খাওয়ার পরেও দই খেতে বারণ করা হয়। এতে পেটের সমস্যা দেখা দিতে পারে।
advertisement
advertisement









