Skin Care: কাঁচের মতো ঝকঝকে ত্বক চাই? মেনে চলুন এই কটা উপায়, তাহলেই কেল্লাফতে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
যা খাই আমরা ত্বকে তারই প্রতিফলন হয়৷ এ কথা তো আমরা কেই বা না জানি৷ চেষ্টা করুন প্রতিদিনের খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সমৃদ্ধ শাক-সব্জি রাখতে৷
প্রযুক্তির দুনিয়ায় ডিজ়িট্যাল স্ক্রিন থেকে চোখ সরানোর কোনও জো নেই৷ তার ফলে অতিরিক্ত ব্লু লাইট আমাদের ত্বকে ঢুকছে৷ তা ছাড়াও দূষণ, ত্বকে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, রাত জাগা প্রভৃতি নানা কারণে ত্বকের অবস্থা বেহাল৷ কিন্তু কয়েকটা উপায় মানলে ত্বককে আবার সুস্থ করে তোলা সম্ভব৷ ডার্মাটোলজিস্ট অপর্ণা সানথানাম সেই উপায়ের কথা জানালেন
advertisement
advertisement
advertisement
সুষম খাদ্য: যা খাই আমরা ত্বকে তারই প্রতিফলন হয়৷ এ কথা তো আমরা কেই বা না জানি৷ চেষ্টা করুন প্রতিদিনের খাদ্যতালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সমৃদ্ধ শাক-সব্জি রাখতে৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের জন্য খুব ভাল৷ মাছ, ফ্লেক্সসিড, আখরোটে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়৷ তাই এই ধরনের খাবার পাতে থাকুক৷
advertisement
advertisement