Low Blood Pressure: আচমকা প্রেশার কমে যাওয়া হতে পারে মারাত্মক! সঙ্গে সঙ্গে কী করবেন? জেনে নিন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সাধারণত, একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ হওয়া উচিৎ ১২০/৮০। রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশপাশে থাকে তাহলে ‘লো ব্লাড প্রেসার' হিসেবে ধরা হয়।
সাধারণত, একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ হওয়া উচিৎ ১২০/৮০। রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশপাশে থাকে তাহলে ‘লো ব্লাড প্রেসার' হিসেবে ধরা হয়। প্রেসার যদি অতিরিক্ত কমে যায়, তা হলে মস্তিষ্ক, কিডনি ও হৃদপিণ্ডে ঠিকভাবে রক্ত চলাচল করতে পারে না! ফল মারাত্মক! অনেকসময়, অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় ও স্নায়ুর দুর্বলতা থেকেও প্রেশার কমে যেতে পারে।
advertisement
লো প্রেশারের সাধারণ লক্ষণ-- ক্লান্তি, অবসাদ, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া বা অত্যধিক বমি হওয়া। গর্ভবতী মায়েদের গর্ভের প্রথম ৬ মাস হরমোনের প্রভাবে লো প্রেসার হতে পারে। হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement